রাশিয়ার নাগরিকত্ব পেলেন মার্কিন নজরদারির তথ্য ফাঁসকারী স্নোডেন

স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন। রয়টার্স ফাইল ফটো

সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থার কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার নাগরিকত্ব পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন নজরদারির তথ্য ফাঁসের ৯ বছর পর সোমবার স্নোডেন রুশ নাগরিকত্ব পেলেন।

রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে এমন ৭২ জন বিদেশির নামের তালিকায় এডওয়ার্ড স্নোডেনের নাম আছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

২০১৩ সালে কিছু গোপন নথি ফাঁস করার পর স্নোডেন যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। ওইসব নথির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এবং আন্তর্জাতিকভাবে এনএসএর নজরদারির তথ্য প্রকাশ পায়।

গুপ্তচরবৃত্তির অভিযোগে স্নোডেনকে ফৌজদারি বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৭ সালে বলেছিলেন, 'স্নোডেন রাশিয়ায় থাকার সময় লো প্রোফাইলে থাকেন। মার্কিন গোপনীয়তা ফাঁস করা তার ভুল ছিল, কিন্তু তিনি বিশ্বাসঘাতক ছিলেন না।'

২০২০ সালে রাশিয়া স্নোডেনকে স্থায়ীভাবে বসবাসের অধিকার দেয়। এতে তার জন্য রাশিয়ান নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হয়।

নাগরিকত্ব পাওয়ার পর স্নোডেনের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago