ইউক্রেনের চার সেনা ব্রিগেডের উল্লেখযোগ্য ক্ষতি ও রাশিয়ায় ক্লাস্টার হামলার দাবি

বিতর্কিত ক্লাস্টার বোমা। ফাইল ছবি: রয়টার্স
বিতর্কিত ক্লাস্টার বোমা। ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেন-রাশিয়া সীমান্তের কাছে অবস্থিত রুশ গ্রামে বিতর্কিত ক্লাস্টার অ্যামুনিশন (গুচ্ছ গোলাবারুদ) ব্যবহার করে গোলাবর্ষণ করেছে ইউক্রেন। এমনটাই দাবি করেছেন রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর। অপরদিকে, কুপিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী উল্লেখযোগ ক্ষতির সম্মুখীন হয়েছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানায় রয়টার্স ও রুশ রাষ্ট্রীয় তাস। 

প্রাথমিক তথ্য অনুযায়ী ক্লিমোভো গ্রামে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিয়ানস্কের গভর্নর আলেকসান্দার বোগোমাজ টেলিগ্রামে পোস্ট করে এ কথা জানান।

রয়টার্স গভর্নরের বক্তব্য যাচাই করতে পারেনি। তিনি তার দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেননি। ইউক্রেনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার অ্যামুনিশন পেলেও তা শুধুমাত্র শত্রুপক্ষের প্রতিরক্ষাব্যুহ ভেদ করার কাজে ব্যবহারের অঙ্গীকার করেছিল কিয়েভ।

ব্রিয়ানস্ক ও অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলের রুশ কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে বারবার এ ধরনের গোলাবারুদের নির্বিচার ব্যবহারের অভিযোগ এনেছেন।

ক্লাস্টার অ্যামুনিশন ১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত এ ধরনের গোলা বা বোমার বিস্ফোরণে আরও অসংখ্য ছোট ছোট বোমা বের হয়ে আসে, যেগুলো আলাদা ভাবে বিস্ফোরিত হয়ে একটি বড় এলাকা জুড়ে হতাহতের কারণ হতে পারে। যারা এই বিস্ফোরণে আঘাত পেয়ে বেঁচে যান, তারাও দীর্ঘদিন ক্ষত বয়ে বেড়ান।

সিরিয়ার যুদ্ধে ব্যবহার হচ্ছে বিতর্কিত ক্লাস্টার আমুনিশন। ছবি: রয়টার্স
সিরিয়ার যুদ্ধে ব্যবহার হচ্ছে বিতর্কিত ক্লাস্টার আমুনিশন। ছবি: রয়টার্স

অপরদিকে, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কুপিয়ানস্ক অঞ্চলে ৪ ইউক্রেনীয় ব্রিগেডের ওপর হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করেছে বলে দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম তাস সোমবার এই তথ্য জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'কুপিয়ানস্ক অঞ্চলে উড়োজাহাজ, কামান, একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ফ্লেমথ্রোয়ার ইউনিটের সমন্বয়ে গঠিত বাহিনী ইউক্রেনীয় সেনাবাহিনীর ৪৪ ও ৬৬তম মেকানাইজড ব্রিগেড, ২৫তম এয়ার অ্যাসল্ট ব্রিগেড ও ১০৭তম প্রতিরক্ষা ব্রিগেডের ওপর হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করতে সক্ষম হয়েছে।'

বিবৃতিতে আরও বলা হয়, কুপিয়ানস্ক অঞ্চলে গত এক দিনে ৬৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন ও ২টি মার্কিন-নির্মিত কামান ধ্বংস করা হয়েছে।

কামান দুইটি এম১০৯ প্যালাডিন হাউইটজার ও এম৭৭৭ আর্টিলারি সিস্টেমের অন্তর্ভুক্ত বলে জানায় মন্ত্রণালয়।

Comments

The Daily Star  | English

Unveil roadmap or it’ll be hard to cooperate

The BNP yesterday expressed disappointment over the absence of a clear roadmap for the upcoming national election, despite the demand for one made during its recent meeting with Chief Adviser Prof Muhammad Yunus.

7h ago