ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিক্কি হেইলি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ট্রাম্প ও তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হেইলি। ফাইল ছবি: রয়টার্স
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ট্রাম্প ও তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হেইলি। ফাইল ছবি: রয়টার্স

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আনুষ্ঠানিক করতে যাচ্ছেন রিপাবলিকান দলের নিক্কি হেইলি। এ পদে লড়ার জন্য তার সামনে সবচেয়ে বড় বাধা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বার্তা সংস্থা এপি আজ বুধবার জানিয়েছে, আজকের মধ্যেই সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিক্কির সমর্থকরা ইমেইলের মাধ্যমে ১৫ ফেব্রুয়ারির এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পাবেন। এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে জানান, এ অনুষ্ঠানেই নিক্কি তার প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি জানাবেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিক্কি হেইলিকে (৫১) জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। এর আগে ৬ বছর নিক্কি সাউথ ক্যারোলাইনার গভর্নরের দায়িত্ব পালন করেন।

যদি তিনি প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত করেন, তবে তিনিই হবেন রিপাবলিকান দলের প্রথম নেতা, যিনি তার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রাম্পের বিরুদ্ধে আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন টিকিট পাওয়ার জন্য লড়বেন। এ ঘোষণার আগ পর্যন্ত দলটির একমাত্র মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের অংশ হিসেবে নিক্কি বেশ কয়েকবার অন্যান্য হোয়াইট হাউজ কর্মকর্তাদের সঙ্গে বিবাদে জড়ান, যা তার নিজস্ব ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। ২০১৮ সালে প্রশাসন ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে গুজব রটে, নিক্কি ২০২০ সালে ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন, অথবা মনোনয়নে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের স্থলাভিষিক্ত হবেন। তবে তিনি এর কোনোটিই করেননি।

পরিবর্তে তিনি রাজনীতি থেকে সাময়িক বিরতি নেন। সাউথ ক্যারোলাইনায় ফিরে তিনি কিয়াওয়াহ দ্বীপে একটি বাড়ি কেনেন, উড়োজাহাজ নির্মাতা বোয়িং এর বোর্ডে যোগ দেন এবং নিজেকে একজন বক্তা হিসেবে উপস্থাপন করেন। ইতোমধ্যে তিনি ২টি বই লেখেন।

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিক্কি হেইলি। ছবি: রয়টার্স
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিক্কি হেইলি। ছবি: রয়টার্স

২০২১ সালে নিক্কি জানিয়েছিলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে দাঁড়ালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না'। তবে সম্প্রতি তিনি মত পরিবর্তন করেছেন।

২০২১ সালে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা বললেও এখন কেনো প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, এ প্রশ্নে জবাবে ফক্স নিউজকে নিক্কি বলেন, 'অনেক কিছুর পরিবর্তন হয়েছে'।

তিনি অন্য অনেক বিষয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যার দিকে ইঙ্গিত করেন।

শনিবার দক্ষিণ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় ট্রাম্প জানান, বেশ কিছুদিন আগে নিক্কি তাকে ফোন করে তার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে মত জানতে চান। তখন ট্রাম্প তার পূর্ব-প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। তবে তিনি নিক্কিকে থামানোর কোনো চেষ্টা চালাননি বলে দাবি করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, 'তিনি বলেছিলেন তিনি কখনো আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, কারণ আমি সর্বকালের সবচেয়ে মহান প্রেসিডেন্ট। তবে মানুষের মত পরিবর্তন হয় এবং তাদের হৃদয়ে যা আছে, সেটাও বদলে যায়।

'এ কারণে আমি বলেছি, আপনার হৃদয় যদি আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলে, তাহলে আপনার সেদিকে যাওয়া উচিৎ', যোগ করেন ট্রাম্প।

 

Comments

The Daily Star  | English

One killed as bearing pad of metro rail falls at Farmgate, train operations halted

As a safety measure, metro rail services remain suspended from 12:30pm, Dhaka Mass Transit Company Limited official says

41m ago