গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কোনো চাপ নেই: ইসি রাশেদা সুলতানা

ইসি রাশেদা
গাজীপুর সার্কিট হাউসে নির্বাচন নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি রাশেদা সুলতানা। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আমাদের কাছে সব নির্বাচন সমান গুরুত্বপূর্ণ। গাজীপুর সিটি নির্বাচনের ক্ষেত্রে আমাদের আলাদা কোনো চ্যালেঞ্জ নেই। যেখানেই নির্বাচন হচ্ছে আমরা তা মনিটরিং করছি।

তিনি বলেন, 'আমাদের কাছে ইলেকশন মানে ইলেকশন। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আমাদের ওপর কোনো চাপ নেই। আমাদের পক্ষ থেকেও কারো ওপর কোনো চাপ নেই। যার যার মতো সে সে নির্বাচনের কাজ করছে। তাতে কোনো অসুবিধা নেই।'

আজ বুধবার বিকেলে গাজীপুর সার্কিট হাউসে নির্বাচন নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মতবিনিময় সভা প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, 'নির্বাচনের দিন আচরণবিধি ভঙ্গ হয় কি হয় না, তা নিয়ে মতবিনিময় হয়েছে। অনিয়মের বিষয়গুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সামারি ট্রায়াল করবেন। আমি তাদের সঙ্গে যদি ব্রিফিং করি তাহলে সবকিছুতেই সুন্দর একটা সমন্বয় হয়।'

তিনি বলেন, 'আমরা চাই ভোটারদের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ একটা ভোট হোক। এটা নিয়ে নির্বাচনের কমিশনের মেসেজ হলো-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। এতে কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। অবশ্যই ভোটাররা কেন্দ্রে নির্ভয়ে আসবেন।'

তিনি আরও বলেন, 'গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি বলেছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। তিনি আমাকে নিশ্চিত করেছেন ভোটাররা যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে।'

'নির্বাচনের দিন মনিটরিং করা হবে। অলরেডি কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়ে গেছে। মনিটরিংয়ে আমরা যদি কোনো অনিয়ম পাই, তাহলে সেটা আমরা অবশ্যই আমলে নেব। এটার ব্যাপারে কোনো দ্বিধা করব না,' যোগ করেন তিনি।

সভায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল ইসলাম, জাকির হোসেনসহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

6h ago