‘বুড়ো, কিন্তু এখনও নট আউট’

ছবি: সংগৃহীত

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে তামিম ইকবাল ডেকে নিলেন দলের আরও দুই অভিজ্ঞ সদস্য মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। এই দুজনকে টুর্নামেন্টের শিরোপা উৎসর্গ করার পাশাপাশি টি-টোয়েন্টিতে অভিজ্ঞতার মূল্যের প্রসঙ্গ উঠে এলো ফরচুন বরিশালের অধিনায়কের কণ্ঠে।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেট হারিয়ে শেষ হাসি হেসেছে বরিশাল। তাদের দলনেতা তামিম হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা খেলোয়াড়। ফ্রাঞ্চাইজিটির প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের পথে ব্যাট হাতে কার্যকর অবদান রেখেছেন মুশফিক ও মাহমুদউল্লাহ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন তামিম ও মুশফিক। মাহমুদউল্লাহ খেলে চললেও বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত নন। অথচ তাদেরকে নিয়েই শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ নিয়েছে বরিশাল। যদিও টুর্নামেন্ট চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বুড়োদের দল' হিসেবে সমালোচনা চলছিল বরিশালের। ফাইনাল নিশ্চিতের পর গত বুধবার বিষয়টি নিয়ে সমালোচকদের পাল্টা জবাবও দেন মুশফিক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক এইচডি অ্যাকারম্যান এক পর্যায়ে মুশফিকের উদ্দেশে বলেন, 'আমি কাউকে কোনো অসম্মান না করেই বলছি, এই বুড়োদের মধ্যে এখনও লড়াইয়ের মানসিকতা বাকি আছে...।'

মুশফিক জবাব দেন, 'আমি সেটাই আশা করি। আমরা ভবিষ্যতেও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।' তার কথা শেষ হতে না হতেই তামিম যোগ করেন, 'বুড়ো, কিন্তু এখনও নট আউট।'

দুই সতীর্থকে শিরোপা উৎসর্গ করার সঙ্গে তামিম বারবার উল্লেখ করেন বরিশাল দলে মুশফিকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা, 'এই ধরনের টুর্নামেন্টে প্রচুর চাপ থাকে। এখানেই আমাকে মুশিকে ধন্যবাদ জানাতে হবে। কারণ, সে আমার ওপর থেকে অনেক চাপ সরিয়ে নিয়ে গেছে।'

অভিজ্ঞতার প্রয়োজনীয়তার প্রসঙ্গ টেনেই কথা শেষ করেন তামিম, 'একটা সময় ছিল যখন আমরা টুর্নামেন্ট থেকে প্রায় বাদ পড়ে গিয়েছিলাম। আমরা সেমিফাইনালে (নক-আউট পর্বে) ওঠা নিয়ে নিশ্চিত ছিলাম না। তবে ঠিক এখানেই অভিজ্ঞতার বিষয়টা কাজে এসেছে। অনেক মানুষ টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে অনেক কিছুই বলে। তবে আমি মনে করি, অভিজ্ঞতাই মুখ্য। তরুণদের সঙ্গে অভিজ্ঞদেরও দরকার। আমরা আমাদের পরিকল্পনায় অটল ছিলাম এবং এখন আমরা এখানে (বিজয়ী)।'

বিপিএলের প্রথম আসর থেকে নিয়মিত খেলেও দলীয় সাফল্যের ঝুলি শূন্য ছিল মুশফিক ও মাহমুদউল্লাহর। আগে দুবার ফাইনালে নেমেও হতাশার আগুনে পুড়তে হয়েছিল তাদেরকে। তৃতীয় দফায় এসে বরিশালের হয়ে এবার একসঙ্গে আক্ষেপ ঘুচিয়ে কাঙ্ক্ষিত শিরোপা উঁচিয়ে ধরেছেন তারা।

চ্যাম্পিয়ন হওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, 'এটা আমার তৃতীয় ফাইনাল। তামিম ও রিয়াদ ভাইয়ের পাশে থেকে প্রথমবারের মতো জিতে চ্যাম্পিয়ন হলাম। এটা আমার জন্য ভীষণ আনন্দের। সব কৃতিত্ব আমাদের টিম ম্যানেজমেন্ট, সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের। তারা প্রচুর পরিশ্রম করেছে।'

মাহমুদউল্লাহ অনুভূতি জানান এভাবে, 'সত্যিই খুব ভালো লাগছে। প্রথমেই তামিমকে ধন্যবাদ জানাতে চাই এখানে আমাদেরকে কথা বলতে ডাকার জন্য। এটা ছিল সম্মিলিত দলীয় প্রচেষ্টা।... এখনও চেষ্টা করে যাচ্ছি। ফিট থাকার চেষ্টা করছি। যেখানেই খেলি না কেন নিজের সেরাটা খেলতে চাই।'

Comments

The Daily Star  | English

Unveil roadmap or it’ll be hard to cooperate

The BNP yesterday expressed disappointment over the absence of a clear roadmap for the upcoming national election, despite the demand for one made during its recent meeting with Chief Adviser Prof Muhammad Yunus.

7h ago