কানাডার লিগে খেলে জাতীয় দলে ফিরতে চান সাইফউদ্দিন

Mohammad Saifuddin
ছবি: ফিরোজ আহমেদ

গেল বিপিএলে ভালো করে জাতীয় দলে ফিরলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। বিশ্বকাপের পর আবার জাতীয় দলে ফেরার লড়াই শুরু হয়েছে তার। কানাডার গ্লোবাল টি২০ লিগ খেলে নিজেকে আলোচনায় আনতে চান তিনি।

চলতি মাসের শেষ দিকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি আসরে কানাডার ঘরোয়া টি-২০ আসর। তাতে মন্ট্রিয়ল টাইগার্সে সুযোগ পেয়েছেন সাইফউদ্দিন।

আপাতত ঘরোয়া কোন খেলা না থাকায় কানাডার লিগের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই পেস অলরাউন্ডার বলেন তার লক্ষ্য জাতীয় দলে ফেরা,  'পরিকল্পনা একটাই যাতে ভালো খেলতে পারি, যাতে সুযোগ আরও আসে (ফ্র্যাঞ্চাইজি লিগের)। আর যেহেতু কোন খেলা নাই জাতীয় দলে ফিরতে হলে এখানে ভালো খেলতে হবে। এটাই মূল লক্ষ্য।'

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সে ডাক পেয়েও ইনজুরির কারণে যেতে পারেননি তিনি। কানাডার লিগ তাই ঘরের মাঠে তার প্রথম ফ্র্যাঞ্চাইজি আসর।

গত বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন সাইফউদ্দিন। সিরিজে ৮ উইকেট নিলেও ডেথে ভাল বল করেননি তিনি। ইয়র্কার মারার ঘাটতিতে তাকে স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। তার বদলে বিশ্বকাপে সুযোগ পেয়ে আলো ছড়ান তানজিম হাসান সাকিব।

জাতীয় দলে ফেরার পথে লড়াই বেড়ে গেলেও সেটা ইতিবাচকভাবেই দেখছেন সাইফউদ্দিন,  'প্রতিযোগিতার শেষ নাই। এটা থাকবে। তানজিম সাকিব আমার সতীর্থ, আবাহনীতে আমরা একসঙ্গে খেলেছি। সে অসাধারণ খেলেছে। কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে এটা নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবতে হবে। আমার দিন এলে আমিও সেরাটা দিব।'

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

14h ago