টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন নাঈম ও সাইফউদ্দিন

ছবি: বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন নাজমুল হোসেন শান্ত। ফেরানো হলো ওপেনার নাঈম শেখ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে।

শুক্রবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক শান্তর পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে থাকা হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানভীর ইসলাম জায়গা পাননি।

চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন বাঁহাতি ব্যাটার শান্ত। তার পরিবর্তে আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। শান্ত এই সংস্করণে সবশেষ ১৯ ইনিংসে পাননি কোনো ফিফটির দেখা। এবার দল থেকেই কাটা পড়েছেন তিনি।

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলের পর টি-টোয়েন্টিতেও ডাক পেয়েছেন নাঈম। মূলত ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার মিলেছে তার। তিনি শেষবার এই সংস্করণে খেলেন ২০২২ সালের আগস্টে, শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশের হয়ে সাইফউদ্দিনকে সবশেষ টি-টোয়েন্টিতে দেখা গেছে গত বছরের মেতে, মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে।

চোটের কারণে পাকিস্তান সফরে না থাকা দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে স্কোয়াডে ফেরানো হয়েছে। তাদের পাশাপাশি অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোতে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Comments

The Daily Star  | English

Standard Chartered suspends ‘Add Money’ from MFS apps

The move comes as various users alleged that they were victims of fraud attacks

2h ago