বাংলাদেশ এইচপির চাই ৬ উইকেট, পাকিস্তান শাহিনসের ১৬০ রান

বাংলাদেশ এইচপি ও পাকিস্তান শাহিনসের মধ্যকার চারদিনের ম্যাচের ভাগ্য দুলছে। শেষদিনে দুই দলই জয়ের সম্ভাবনা নিয়ে খেলতে নামবে। তবে পাকিস্তানের দলটির ১৬০ রানের চাহিদা মেটানো সহজ হবে না মোটেও। অন্যদিকে, জয় থেকে ৬ উইকেট দূরত্বে আছে বাংলাদেশিরা।

রবিবার অস্ট্রেলিয়ার ডারউইনে তৃতীয় দিনে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল অলআউট হয়েছে ২১৬ রানে। প্রথম ইনিংসে পাওয়া ৭৯ রানের লিডের সুবাদে প্রতিপক্ষকে ২৯৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে তারা। এরপর পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের দল দিন শেষ করেছে ৪ উইকেটে ১৩৬ রান তুলে।

আগের দিনের ৩ উইকেটে ৮৪ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশিরা। ৩৯ রানে অপরাজিত থাকা অধিনায়ক মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৬৫ রান করে আউট হয়ে যান। আইচ মোল্লাও ফিফটিকে বড় করতে না পেরে ৫৮ রানে বিদায় নেন। সাদমান ইসলাম শূন্য ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন।

শাহাদাত হোসেন দীপু ৩৩ রানে থামলে ১৮০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে এইচপি। এরপর লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে আইচ দলকে ২১২ রান পর্যন্ত নিয়ে যান। পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ আলি ৬ উইকেট নেন। ৩ উইকেট শিকার করে অবদান রাখেন খুররম শেহজাদ। অন্য উইকেটটি পান ফয়সাল আকরাম। 

লক্ষ্য তাড়ায় শাহিনসের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম উইকেট পেতে বাংলাদেশি বোলারদের অপেক্ষা করতে হয় ৯৬ রান পর্যন্ত। এরপর ঘুরে দাঁড়ায় তারা। প্রতিপক্ষের অধিনায়ক শাহিবজাদা ফারহানকে ব্যক্তিগত ৬৮ রানে আউট করে জুটি ভাঙেন পার্ট-টাইমার জয়।

এরপর কামরান গুলাম ও উমাইর আমিনকে শূন্য রানেই বিদায় করে দেন রেজাউর রহমান রাজা। ১৫ রান করা মোহাম্মদ ইরফান খানকে প্যাভিলিয়নের পথ দেখান হাসান মুরাদ। তবে বাংলাদেশিদের দুশ্চিন্তার কারণ হয়ে আছেন হাসিব উল্লাহ। ওপেনিংয়ে নেমে ৪৪ রান করে অপরাজিত আছেন তিনি। 

যদিও পথ এখনো অনেক দূর বাকি পাকিস্তান শাহিনসের জন্য। প্রথম ইনিংসে দলটি অলআউট হয়ে গিয়েছিল ১৭৯ রানে। আর টস হেরে ব্যাট করে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে পেয়েছিল ২৫৮ রানের পুঁজি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

9h ago