টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন

ছবি: পিসিবি

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বেছে নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ফলে পাকিস্তানকে আগে নামতে হবে ব্যাটিংয়ে।

বৃষ্টিতে ম্যাচের প্রথম দিনের খেলা ভেসে যাওয়ার পর শনিবার দ্বিতীয় দিনের সকালে অনুষ্ঠিত হয়েছে টস। শান্তর পর স্বাগতিক দলের অধিনায়ক শান মাসুদ বলেন, টস জিতলে তিনিও বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন।

ঘাটতি কিছুটা পূরণ করতে এদিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুই দল। তাছাড়া, আবহাওয়ার পূর্বাভাস ইতিবাচক। টানা বর্ষণের বদলে আকাশ থাকতে পারে রোদ ঝলমলে।

দুই ম্যাচের সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। কুঁচকিতে অস্বস্তি বোধ করায় রাখা হয়নি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। তার শূন্যস্থান পূরণ করবেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

পাকিস্তানের একাদশে বদল এসেছে দুটি। বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির না থাকার কথা আগেই জানা গিয়েছিল। বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি পেসার নাসিম শাহকে। তাদের পরিবর্তে ঢুকেছেন বাঁহাতি পেসার মীর হামজা ও লেগ স্পিনার আবরার আহমেদ।

রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ পেয়েছিল ১০ উইকেটের ঐতিহাসিক জয়। তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে যা পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টাইগারদের প্রথম জয়ের স্বাদ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাঈম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শাহজাদ, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, মীর হামজা।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago