আবারও পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে দিলেন বাবর

ছবি: এএফপি

গত ওয়ানডে বিশ্বকাপের পর সব সংস্করণে পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। পরে সাদা বলে আবার তাকে অধিনায়ক করা হয়েছিলো। তবে ব্যাটে রান খরা, দলের পারফরম্যান্সের পড়তি অবস্থার প্রেক্ষিতে অধিনায়কত্ব থেকে আবারও সরে গেলেন তারকা ব্যাটার।

নিজের স্বীকৃত এক্স পোস্টে বাবর জানান, নিজের ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে ও পারিবারিক কারণে অধিনায়কত্ব করতে চান না তিনি, 'পাকিস্তান পুরুষ দলের অধিনায়কত্ব থেকে আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের। কিন্তু এখন সময় হচ্ছে সরি গিয়ে নিজের খেলায় মন দেওয়া।'

আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরু হচ্ছে পাকিস্তানের। শান মাসুদের নেতৃত্বে ১৫ জনের দলে আছেন বাবর। আগামী মাসে বাবরের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় সাদা বলের সফর ছিলো পাকিস্তানের। তবে বাবর পদত্যাগ করায় নতুন অধিনায়ক খুঁজতে হবে পাকিস্তানকে।

অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার কারণও স্পষ্ট করে লিখেছেন তিনি,  'অধিনায়কত্ব একটা দারুণ সম্মানের অভিজ্ঞতা। তবে অনেক বেশি কাজের চাপও। আমি নিজের পারফরম্যান্সে প্রাধান্য দিতে চাই। আমি নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাই। পরিবারকে মানসম্মত সময় দিতে চাই। যেটা আমাকে আনন্দ দেবে।'

গত বছর ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে সরে যান বাবর। তখন শান মাসুদকে টেস্ট ও শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করে পিসিবি। ওয়ানডে ছিলো ফাঁকা। শাহীনকে এক সিরিজ অধিনায়কত্ব দিয়েই আবার তা কেড়ে নেওয়া হয়। দায়িত্ব ফের দেয়া হয় বাবরকে, ওয়ানডেতেও তাকেই রাখা হয়। বাবরের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাজে খেলে পাকিস্তান, উঠতে পারেনি সুপার এইটে।

সব মিলিয়ে পাকিস্তানকে ২০ টেস্ট, ৪৩ ওয়ানডে ও ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম। যিনি প্রথমবার দায়িত্ব পেয়েছিলেন ২০১৯ সালে।

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

He reiterates that the commission is advancing steadily with election preparations

1h ago