এশিয়া কাপে টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন বাবর

পাকিস্তান দলের সাবেক অধিনায়ক বাবর আজমকে আবারও টি-টোয়েন্টি দলে ফেরানোর বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপ ২০২৫-কে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংবাদ প্রকাশ পেয়েছে স্থানীয় গণমাধ্যমে।

এমন সময়ে এই আলোচনা আসছে, যখন উদ্বেগ বাড়ছে ওপেনার ফখর জামানের চোট নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে চোট পান তিনি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাট থেকেই ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার।

নিজেদের এক সূত্র বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানায়, ফখরকে পুনর্বাসনের জন্য লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে পিসিবি। তবে এশিয়া কাপে তার খেলা এখনও অনিশ্চিত।

বিকল্প পরিকল্পনায় এখন টি-টোয়েন্টি দলে ফেরার জোরালো প্রার্থী হিসেবে দেখা হচ্ছে বাবর আজমকে। তবে তার অন্তর্ভুক্তি নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্সের ওপর। যদি তিনি ওয়ানডেতে ভালো খেলেন, তবে এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গে বাবর আজমকে দেখা গেছে। তার সঙ্গে ছিলেন ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পেসার নাসিম শাহ।

এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা হবে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। আট দল দুটি গ্রুপে বিভক্ত গ্রুপ 'এ'-তে আছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান; গ্রুপ 'বি'-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।

পাকিস্তান নিজেদের অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তান মহারণ, আর ১৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago