পরিসংখ্যানে ভারত-পাকিস্তান মহারণ

এশিয়া কাপ মানেই ভক্তদের জন্য বাড়তি উত্তেজনা, আর ভারত–পাকিস্তান ম্যাচ হলে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে সীমান্ত পেরিয়ে গোটা ক্রিকেটবিশ্বে। রাজনীতি ও ইতিহাসের জটিল সম্পর্ক ছাপিয়ে মাঠের ভেতরে এই দুই প্রতিবেশীর লড়াই বরাবরই রোমাঞ্চকর।

আজ রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবারও মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বের এই দুই শক্তিশালী দল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই দ্বৈরথ।

বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে এবার নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব, আর পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সালমান আলী আগা। কোহলি–রোহিতবিহীন নতুন রূপে নামছে ভারত, অন্যদিকে পাকিস্তানও এসেছে ভিন্ন পরিকল্পনা নিয়ে। কিন্তু নাম, সময় কিংবা নেতৃত্ব যাই বদলাক না কেন, ভারত–পাকিস্তান ম্যাচ মানেই এক অনন্য আবেগ, এক অদ্বিতীয় প্রতিদ্বন্দ্বিতা।

বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান:

* ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান জয় পেয়েছে ৩ বার। সর্বশেষ পাকিস্তান জিতেছিল ২০২২ সালে দুবাইয়ে এশিয়া কাপে, পাঁচ উইকেটের ব্যবধানে।

* এশিয়া কাপে দুই দল এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ভারত জিতেছে ৮ বার, পাকিস্তান ৫ বার, আর ২ ম্যাচ ফল ছাড়াই শেষ হয়। টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ২ বার, পাকিস্তান একবার।

* ২০২৪ সাল থেকে ভারত এখন পর্যন্ত খেলা ৩২ টি-টোয়েন্টির মধ্যে মাত্র ৩টিতে হেরেছে। অন্যদিকে পাকিস্তান তাদের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়েছে।

* ২০১২ সালের পর এটাই প্রথমবার ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে দেখা যাবে না বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। শেষ ১১টি ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি দ্বন্দ্বে নিয়মিত ছিলেন দুজনেই। গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

Comments