ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছাপিয়ে যাওয়ার লক্ষ্য রিজওয়ানের

ছবি: এএফপি

বাবর আজম দায়িত্ব ছাড়ার পর সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক খুঁজছিল পাকিস্তান। সেই দৌড়ে এগিয়ে ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার কাঁধেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করা রিজওয়ান বললেন, তার লক্ষ্য ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছাপিয়ে যাওয়া।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সীমিত ওভারের ক্রিকেটে নতুন দলনেতা হিসেবে রিজওয়ানের নাম ঘোষণা করেছে পিসিবি। ওয়ানডেতে পাকিস্তানের ৩১তম অধিনায়ক তিনি, টি-টোয়েন্টিতে দ্বাদশ। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার সালমান আলী আগা।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর। দ্বিতীয় দফায় এই দায়িত্ব পেয়ে মাত্র ছয় মাসের মাথায়ই ছেড়ে দেন তিনি। এর আগে গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাধ্য হয়ে সব সংস্করণের দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ডানহাতি ব্যাটার। কিন্তু নানা নাটকীয়তার পর গত মার্চের শেষদিকে ফের তাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর সমালোচনার মুখে পড়েন বাবর। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত জানান তিনি।

তখন থেকে রিজওয়ানের নেতৃত্ব পাওয়ার গুঞ্জন শুরু হয়। শেষমেশ সেই জল্পনা-কল্পনাই সত্যি হয়েছে। দায়িত্ব পেয়ে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন। এক বিবৃতিতে বলেছেন, 'পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়ে আমি ভীষণ সম্মানিত। বৈশ্বিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। আর এখন এমন একটি প্রতিভাবান ও রোমাঞ্চকর খেলোয়াড়দের নিয়ে গড়া দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার ওপর অর্পিত হওয়া অসাধারণ সম্মানের ব্যাপার।'

৩২ বছর বয়সী রিজওয়ান অধিনায়ক হিসেবে নিজেকে নিংড়ে দিতে চাইছেন, 'আমি এই ভূমিকায় আমার সম্পূর্ণ সেরাটা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচক, কোচ ও আমার অত্যন্ত প্রতিভাবান সতীর্থদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমরা সবাই মিলে আমাদের ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা পূরণ করা ও তা ছাপিয়ে যাওয়ার লক্ষ্য রেখেছি।'

২০১৫ সালে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের পর থেকে রিজওয়ান এখন পর্যন্ত ৭৪ ওয়ানডে ও ১০২ টি-টোয়েন্টি খেলেছেন। দুই সংস্করণ মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৫৪০১ রান। সেঞ্চুরি আছে চারটি, ফিফটি ৪২টি।

অধিনায়ক হিসেবে রিজওয়ানের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৮ নভেম্বর অ্যাডিলেড ও ১০ নভেম্বর পার্থে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ব্রিসবেন, ১৮ নভেম্বর সিডনি ও ২০ নভেম্বর হোবার্টে।

Comments

The Daily Star  | English

Yunus begins meeting political leaders to discuss pressing issues

Yunus is scheduled to hold another meeting with leaders of different Islamist parties after this

20m ago