বোর্ডার-গাভাস্কার ট্রফি

পার্থে টেস্টের তৃতীয় দিনে দলে যোগ দেবেন রোহিত

Rohit Sharma & Jastprit Bumrah

পৃথিবীতে দ্বিতীয় সন্তানের আগমনের কারণে দলের বাইরে আছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতকে ছাড়াই শুক্রবার পার্থে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তবে তার ছুটি দীর্ঘ হচ্ছে না, পার্থ টেস্ট চলাকালীন ২৪ নভেম্বরে দলে যোগ দেবেন তিনি।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পার্থ টেস্ট শুরুর আগে রওয়ানা দেওয়ার কথা থাকলেও সেটা পিছিয়েছে। রোহিত আগামী রোববার দলে যুক্ত হবেন। রোহিত না থাকায় পার্থে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন পেসার জাসপ্রিট বুমরাহ।

পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলতে তিন ভাগে ভাগ হয়ে ১০ ও ১১ নভেম্বর অস্ট্রেলিয়ায় যান ভারতের ক্রিকেটাররা। তবে রোহিতকে নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। ১৫ নভেম্বর তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এরপর সুনিল গাভাস্কারসব ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই বলছিলেন, রোহিতের দ্রুতই রওয়ানা হওয়া উচিত, খেলা উচিত প্রথম টেস্ট। যেহেতু প্রথম টেস্টের সপ্তাহ খানেক আগেই তার সন্তানের জন্ম হয়ে গেছে, কাজেই আর দেরি করা উচিত না।

তবে বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে রোহিতের সিদ্ধান্তে সম্মান জানানোর কথা বলছিলেন মাইকেল ক্লার্কসহ কয়েকজন। প্রথম টেস্ট চলাকালীন দলে যুক্ত হলেও মাঠে নামতে অপেক্ষায় থাকতে হবে তাকে। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। তার আগে ৩০ নভেম্বর থেকে ক্যানেবেরায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলে নিজেকে তৈরি করবেন ডানহাতি ব্যাটার।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

3h ago