ভারতের প্রতিরোধ ভেঙে দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

Australia Team

শেষ দিনে ম্যাচ বাঁচানোর চিন্তা নিয়ে নেমেছিল ভারত। তাতে শুরুতেই ধাক্কা খায় তারা। পরে যশ্বসি জয়সওয়াল গড়েন প্রতিরোধ, অস্ট্রেলিয়ার জয়ের মধ্যে বাধা হয়েছিলেন তিনি। বিতর্কের জন্ম দেয়া তার আউটের পর আর টিকতে পারেনি রোহিত শর্মার দল। বড় জয়েই সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতকে ১৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও অনেকটা এগিয়ে গেল তারা।

শেষ দিনে ৩৪০ রানের লক্ষ্য ছিলো ভারতের। শেষ ঘন্টায় তারা গুটিয়ে যায় ১৫৫ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন জয়সওয়াল। ২০৮ বলের এই ইনিংস শেষ হয় বিতর্কের জন্ম দিয়ে। কামিন্সের শর্ট বল পুল করতে গিয়ে পারেননি জয়সওয়াল। কিপার আলেক্স কেয়ারে ক্যাচ ধরে আবেদন করলে আম্পায়ার জুয়েল উইলসন সাড়া দেননি, রিভিউ নেয় অজিরা। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদৌল্লা সৈকত রিপ্লেতে ডিফ্লেকশন দেখতে পান, কিন্তু স্নিকোতে কোন এজড আসেনি। খালি চোখের ডিফ্লেকশন দেখে তিনি আউটের সিদ্ধান্ত দেন, জয়সওয়াল মাঠের আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যান।

এরপর আর ৯ ওভার টিকতে পারে ভারত। ওয়াশিংটন সুন্দর এক প্রান্তে রয়ে যান অপরাজিত, টেল এন্ডাররা তাকে কেউ সঙ্গ দিতে পারেননি।

দিনের শুরুতে সতর্ক শুরু করে ভারত। ১৬ ওভার পর্যন্ত উইকেট হারায়নি তারা। ১৭তম ওভারে কামিন্সের শিকার হয়ে ফেরেন ৪০ বলে ৯ করা রোহিত শর্মা। ওই ওভারে খালি হাতে ফেরেন লোকেশ রাহুল।

বিরাট কোহল হন আবার ব্যর্থ। ৫ রান করে তার বিদায়ে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর রিশভ পান্তকে নিয়ে জুটি গড়ে দলকে আশা দিচ্ছিলেন জয়সওয়াল। ট্রেভিস হেডের বলে পান্ত ফিরলে ভাঙে ৮৮ রানের জুটি। ভারতের আশাও মিইয়ে যেতে থাকে। তবু জয়সওয়াল যতক্ষণ ছিলেন, ততক্ষণ লড়াইয়ে ছিলো সফরকারীরা। তিনি ফিরতেই ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে যায়।

Comments

The Daily Star  | English

‘There’s no fish there’

Fishermen in Bhola borrow to celebrate Eid amid Hilsa crisis

40m ago