কনস্টাসের সঙ্গে ধাক্কা, কোহলিকে দায় দিচ্ছেন ভন-পন্টিং

Virat Kohli -Sam Konstas

১৯ পেরুনো স্যাম কনস্টাস অভিষেকে রোমাঞ্চকর ব্যাটিং করে এতটাই প্রভাব ফেলেছেন যে তিনি স্লেজিংয়ের শিকার হয়েছেন মোহাম্মদ সিরাজের, বিরাট কোহলি হেঁটে যাওয়ার পথে তার কাঁধে লাগিয়েছেন ধাক্কা। এই ঘটনায় ভারতীয় কিংবদন্তি ব্যাটারকে দায় দিচ্ছেন ধারাভাষ্যে থাকা মাইকেল ভন ও রিকি পন্টিং।

ঘটনা খেলার দশম ওভার শেষে। ওভার শেষ করে ক্রিজের মাঝে আস্তে করে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। দুই ক্রিকেটারই ধাক্কা লাগার আগে কেউ কারো দিকে তাকাচ্ছিলেন না। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামান।

ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দিতে থাকা সাবেক ইংলিশ কাপ্তান ভন এই ঘটনায় পুরোপুরি কোহলিকে দায়ী করেছেন, 'কোহলি এই মুহূর্ত তৈরির জন্য গর্বিত হবে না। কনস্টাস হেঁটে যাচ্ছিলো, কোহলিকে দেখুন সে দিক বদল করেছে। অনেক অভিজ্ঞ এবং সর্বকালের সেরাদের একজন হিসেবে নিজের আচরণের জন্য কোহলি ভাবিত হবে।'

ধারাভাষ্যে থাকা সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এই ঘটনায় শাস্তিও আশা করছেন, দায় দিচ্ছেন কোহলিকে, 'আমি নিশ্চিত আম্পায়ার ও ম্যাচ রেফারি এটা ভালোভাবে দেখবেন। অনেকগুলো অ্যাঙ্গেলে দেখছি। ফিল্ডারদের এই সময় ব্যাটারদের কাছে থাকার কথা নয়। কনস্টাস অনেক পরে খেয়াল করেছে। কেউ সামনে আছে হয়ত ভাবেনি।'

'দেখুন ব্যাট করার সময় উইকেট ব্যাটারদের, ক্রিজও। ফিল্ডারদের এর কাছাকাছি থাকার কথা না। বিরাট কীভাবে হেঁটে গেল দেখুন, সে সংঘর্ষ  উস্কে দিয়েছে।'

সাবেক ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার সরাসরি কোহলিকে দায় না দিলেও এটা এড়ানো যেত বলে মনে করছেন, 'কেউ একজন সরে গেলে ছোট হয়ে যেত না। মনে হয়েছে দুজনেই নিচের দিকে তাকিয়ে আছে। এখন দেখার বিষয় কে বেশি জরিমানা গুনে।'

খেলা শেষে নিশ্চিতভাবেই ম্যাচ রেফারি অ্যান্ডি প্রাইক্রটের ডাক পেতে পারেন দুজন। আসতে পারে শাস্তি। এদিন সমচেয়ে কম বয়েসী অজি টেস্ট ওপেনার হিসেবে অভিষেকে ৬৫ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলে আলোচনায় আসেন কনস্টাস। 

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago