শাস্তি পেলেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধে ধাক্কা দিয়ে শাস্তি পেয়েছেন ভারতের অভিজ্ঞ তারকা বিরাট কোহলি। ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে একটি ডেমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোহলিকে এই সাজা দেন। আইসিসির আচরণবিধির ২.১২ ধারায় বলা আছে, ক্রিকেট শারীরিক সংঘর্ষের খেলা নয়। অযাচিতভাবে যেকোনো ধরণের শারীরিক সংঘর্ষ ক্রিকেটে নিষিদ্ধ। কোন খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া হয়ে বা উপেক্ষা করে এমন কিছু করে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ঘটনা খেলার দশম ওভার শেষে। ওভার শেষ করে ক্রিজের মাঝে আস্তে করে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। দুই ক্রিকেটারই ধাক্কা লাগার আগে কেউ কারো দিকে তাকাচ্ছিলেন না। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামান।

এই ঘটনায় কোহলির সমালোচনা করেন মাইকেল ভন, রিকি পন্টিংয়ের মতন তারকারা, ভন বলেন,  'কোহলি এই মুহূর্ত তৈরির জন্য গর্বিত হবে না। কনস্টাস হেঁটে যাচ্ছিলো, কোহলিকে দেখুন সে দিক বদল করেছে। অনেক অভিজ্ঞ এবং সর্বকালের সেরাদের একজন হিসেবে নিজের আচরণের জন্য কোহলি ভাবিত হবে।'

পন্টিং বলেন, 'দেখুন ব্যাট করার সময় উইকেট ব্যাটারদের, ক্রিজও। ফিল্ডারদের এর কাছাকাছি থাকার কথা না। বিরাট কীভাবে হেঁটে গেল দেখুন, সে সংঘর্ষ  উস্কে দিয়েছে।'

কোহলির মতন একজন অভিজ্ঞ তারকার তরুণ বয়েসী কারো সঙ্গে এমন বিতর্কে জড়িয়ে পড়া পছন্দ করেননি ভারতে সাবেক তারকারাও।

বক্সিং ডে টেস্টে এদিন আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। অভিষেকে ৬৫ বলে ৬০ রানের রোমাঞ্চকর ইনিংস খেলেন কনস্টাস। জাসপ্রিট বুমরাহকে স্কুপ, সুইচ হিটে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে নজর কেড়েছেন তিনি। তার আগ্রাসী মানসিকতা ও ব্যাটিং দেখে মেজাজ হারান ভারতের মোহাম্মদ সিরাজ ও বিরাট কোহলি।

Comments

The Daily Star  | English

Council of Advisers approve six ordinances, including Labour and RPO

Also cleared proposals to simplify housing services and establish a new consulate general office in Detroit, US

7m ago