জাতীয় লিগ টি-টোয়েন্টি

জিসান-আরিফুলের তাণ্ডবের ম্যাচে শেষ বলে ছক্কায় নায়ক শুভাগত

শেষ বলে ম্যাচ জিততে ৫ রান দরকার ছিলো ঢাকা বিভাগের। তোফায়েল আহমেদ বলটা করেছিলেন নিচু বাউন্সার। শুভাগত হোম দারুণ শট তা পাঠিয়ে দেন লং অফ দিয়ে সীমানার ওপারে। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে অসাধারণ এক জয় পেয়ে যায় ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে বুধবার সকালের ম্যাচ হয়েছে রান বন্যার। দুই দল মিলিয়ে রান হয়েছে ৪১২। তাতে ৬ উইকেটে জিতেছে ঢাকা। আগে ব্যাট করে ২০৫ রান করে সিলেট বিভাগ, শেষ বলে তা পেরিয়ে জিতেছে ঢাকা।

অথচ এই ম্যাচের নায়ক হতে পারতেন সিলেটের হয়ে খেলা জিসান আলম। ৪ চার ও ১০ ছক্কায় ৫৩ বলে ১০০ রান করেছিলেন তিনি। তার ব্যাটেই দুশো ছাড়ানো পুঁজি পায় সিলেট। তাকে ছাপিয়ে যাওয়ার আভাস দিয়ে ঢাকার রান তাড়ার ভিত গড়ে দেওয়া ইনিংসে ৪৬ বলে ৯৪ রান করেন আরিফুল ইসলাম। তিনি ৬ চারের সঙ্গে মারেন ৮ ছক্কা। তবে শেষটায় আলো কেড়ে নেন শুভাগত। ১৮ বলে ২ চার ও ২ ছক্কায় করেন অপরাজিত ৩১ রান। পঞ্চম উইকেটে তার সঙ্গে ৬৩ রানের জুটিতে ২৩ বলে অপরাজিত ৩০ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।

প্লেয়ার্স ড্রাফট থেকে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলই পাননি শুভাগত। অথচ ঘরোয়া টি-টোয়েন্টিতে নিয়মিত পারফর্মার তিনি। এবার জাতীয় লিগ টি-টোয়েন্টিতে সামর্থ্যের প্রমাণ দেখিয়ে নিজের দাবিটা জানালেন অভিজ্ঞ ব্যাটার।

সিলেট আউটার স্টেডিয়ামে সকালের আরেক ম্যাচে বরিশালকে সহজেই হারিয়েছে ঢাকা মেট্রো। নাঈম শেখ (৩৫ বলে ৬৫), ইমরানুজ্জামানের (৩৩ বলে ৫৩) ফিফটিতে ঢাকা মেট্রোর ১৯২ রানের জবাবে ১৬১ রানে থামে বরিশাল। দলের হারের মাঝে ৫২ বলে ৭৭ করেন ফজলে মাহমুদ রাব্বি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5h ago