টেস্টে রশিদের ক্যারিয়ার সেরা বোলিং, জিম্বাবুয়েকে হারাল আফগানিস্তান

Rashid Khan

জয়ের একদম কিনারে ছিলো আফগানিস্তান। শেষ দিনে আনুষ্ঠানিকতা সারতে তাদের লাগল স্রেফ ১৫ বল। ওর মধ্যে জিম্বাবুয়ের শেষ দুই উইকেট উপড়ে অনায়াসে জিতল তারা। এই পথে ক্যারিয়ার সেরা বল করে আলো ছড়ালেন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান।

বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়েছে আফগানিস্তান। প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজও জিতেছে সফরকারী দল। ২৭৮ রানের লক্ষ্যে আগের দিন ৮ উইকেটে ২০৫ রান নিয়ে থেমেছিলো জিম্বাবুয়ে। আর কোন রান যোগ না করেই গুটিয়ে যায় তারা। জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিতে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা স্পেল করেন রশিদ। প্রথম ইনিংসে ৯৪ রানে তিনি পেয়েছিলেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে রশিদই ম্যাচ সেরা।

প্রথম ইনিংসে আফগানিস্তান করেছিল ১৫৭ রান। জবাবে ২৪৩ রান করে ৮৬ রানের লিড নিয়ে চালকের আসনে চলে গিয়েছিলো জিম্বাবুয়ে। সেই জায়গা থেকে রহমত শাহ ও ইসমত আলমের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান, করে ৩৬৩ রান।

জুতসই পুঁজি নিয়ে এরপর জ্বলে উঠেন রশিদ। তার লেগ স্পিনের কোন জবাব খুঁজে পাননি জিম্বাবুয়ের ব্যাটাররা। টেস্টে রশিদের আগের সেরা বোলিংও ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২১ সালে আবুধাবিতে ১৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। চোটের কারণে এই লেগ স্পিনার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে খেলেননি, রান বন্যার ওই টেস্ট হয় নিষ্প্রাণ ড্র। দ্বিতীয় টেস্টে খেলায় ফিরে নায়ক বনলেন চ্যাম্পিয়ন স্পিনার।

Comments

The Daily Star  | English

All primary students receive textbooks on first day of new year: adviser

30% of secondary level textbooks have yet to reach schools, sources at NCTB say

48m ago