বাংলাদেশকে গুঁড়িয়ে র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন রশিদ, ওমরজাইরা
বাংলাদেশের ব্যাটারদের নাচিয়ে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ১১ উইকেট নেন রশিদ খান। আফগানিস্তানের লেগ স্পিনার দুর্দান্ত এই নৈপুণ্যের ফল পেলেন দ্রুত। পাঁচ ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি।
বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ের হালনাগাদে সুখবর পেয়েছেন আজমতুল্লাহ ওমরজাইও। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ফের এক নম্বর অলরাউন্ডার হয়েছেন তিনি। উন্নতি হয়েছে তিন ম্যাচে দুইশোর বেশি রান করা ইব্রাহিম জাদরানেরও। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে দুই নম্বরে তিনি। এই তালিকায় এক নম্বরে ভারতের শুভমান গিল।
আবুধাবিতে বাংলাদেশকে প্রথমবারের মতো ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান দেখিয়েছে দারুণ ধারাবাহিক পারফরম্যান্স, যা ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের আগে তাদের জন্য শুভ ইঙ্গিত।
তিন ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে রশিদ বোলারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে পেছনে ফেলে ফিরেছেন শীর্ষে। অন্যদিকে ওমরজাই এক ধাপ উঠে জিম্বাবুয়ের অভিজ্ঞ সিকান্দার রাজাকে টপকে গেছেন অলরাউন্ডারদের তালিকায়, সিরিজে সাত উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছেন তিনি।
রশিদ অলরাউন্ডারদের তালিকাতেও দুই ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে, ফলে ওয়ানডের তিনটি বিভাগেই আফগানিস্তানের খেলোয়াড়রা এখন আধিপত্য বিস্তার করছে।
জাদরান বর্তমানে গিলের চেয়ে মাত্র ২০ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন ওডিআই ব্যাটসম্যানদের এক নম্বর স্থানের লড়াইয়ে। আফগান সতীর্থ রহমতুল্লাহ গুরবাজ (দুই ধাপ এগিয়ে ১৬তম) এবং মোহাম্মদ নবী (ছয় ধাপ এগিয়ে যৌথভাবে ৫০তম) সর্বশেষ আপডেটে উন্নতি করেছেন।
টেস্ট র্যাঙ্কিংয়েও কিছু পরিবর্তন এসেছে ভারতের ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব এই আপডেটের সবচেয়ে বড় বিজয়ীদের মধ্যে আছেন।
জয়সওয়াল দুই ধাপ এগিয়ে এখন ইংল্যান্ডের জো রুটের পরেই পঞ্চম স্থানে আছেন টেস্ট ব্যাটসম্যানদের তালিকায়। অন্যদিকে কুলদীপ সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন টেস্ট বোলারদের তালিকায় ১৪তম স্থানে


Comments