দ্য হানড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড রশিদের

ছবি: সংগৃহীত

বল হাতে সময়টা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না রশিদ খানের। আফগানিস্তানের তারকা লেগ স্পিনারের এবার হলো আরেকটি ভীষণ বাজে অভিজ্ঞতা। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিব্রতকর রেকর্ড গড়লেন তিনি।

এজবাস্টনে মঙ্গলবার ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলতে নেমেছিলেন রশিদ। কিন্তু একটুও সুবিধা করতে পারেননি। ৪ ওভারের কোটা (২০ বল) পূরণ করার পথে বেধড়ক পিটুনির শিকার হন তিনি। তার ওপর চড়াও হয়ে বার্মিংহ্যাম ফিনিক্সের ব্যাটাররা তোলেন ৫৯ রান। দ্য হানড্রেডের এক ম্যাচে এত বেশি রান দেননি আর কোনো বোলার। ২০ বলের ১০টিতেই বাউন্ডারি হজম করেন। চারটি চারের সঙ্গে ছয়টি ছক্কা আসে তার বোলিংয়ের বিপরীতে।

দ্য হানড্রেডে সবচেয়ে খরুচে বোলিংয়ের আগের রেকর্ডটি ছিল যৌথভাবে ডেভিড ভিসা ও ডেভিড পেইনের। নামিবিয়ান পেসার ভিসা ২০২২ সালে দিয়েছিলেন ৫৩ রান। এরপর ২০২৩ সালে ইংল্যান্ডের পেসার পেইনও সমান সংখ্যক রান খরচ করেছিলেন। তবে ভিসা ও পেইন একটি করে উইকেট শিকার করলেও রশিদের ঝুলি ছিল শূন্য।

টুর্নামেন্টটির ইতিহাসে এক ম্যাচে ৫০ বা এর চেয়ে বেশি রান খরচ করা মাত্র চতুর্থ বোলার রশিদ। ভিসা ও পেইন ছাড়া বাকিজন হলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন। তিনি ২০২১ সালে ৫১ রানের বিনিময়ে নিয়েছিলেন ২ উইকেট।

শুরু থেকেই (প্রতি ওভারে ৫ বল) রশিদ মার খেতে থাকেন। প্রথম ওভারে দুটি ছক্কা ও একটি চার মারেন জো ক্লার্ক ও উইল স্মিড। সব মিলিয়ে প্রথম ১৫ বলে ৩৩ রান দেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। আসল ঝড়টা তখনও বাকি ছিল। শেষ ওভারে ফিনিক্সের অধিনায়ক লিয়াম লিভিংস্টোন কচুকাটা করেন রশিদকে। তুলে নেন ২৬ রান। তিনি হাঁকান যথাক্রমে ৪, ৬, ৬, ৬ ও ৪।

আগে ব্যাট করে ইনভিন্সিবলস ছুড়ে দিয়েছিল ১৮১ রানের কঠিন লক্ষ্য। তবে রশিদের দুর্দশার ম্যাচে দলটি হতাশা নিয়েই মাঠ ছাড়ে। ২ বল বাকি থাকতেই (৯৮ বল খেলে) জয়ের বন্দরে নোঙর করে ফিনিক্স। ২৭ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন লিভিংস্টোন।

কয়েক মাস আগে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলেও ভীষণ বিবর্ণ ছিলেন রশিদ। ১৫ ম্যাচ খেলে ৫৭.১১ গড়ে মাত্র ৯ উইকেট শিকার করতে পারেন তিনি। গড়ে প্রতি ওভারে তিনি দিয়েছিলেন ৯.৩৪ রান। তাকে হজম করতে হয়েছিল মোট ৩৩টি ছক্কা। আইপিএলের ইতিহাসে এক আসরে এতগুলো ছক্কা খাননি আর কোনো বোলার।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

15m ago