আবাহনীর সঙ্গে সুজনের দীর্ঘ পথচলার সমাপ্তি, নতুন কোচ হান্নান

khaled mahmud sujon & Hannan Sarkar

খালেদ মাহমুদ সুজন নাম এলেই আসত আবাহনী লিমিটেডের কথা। দেশের শীর্ষ ক্লাবটির প্রধান ক্রিকেট কোচের পদে প্রায় এক দশকের থাকার পর অবশেষে সমাপ্তি। সুজনের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি আবাহনী। ক্লাবটি নতুন কোচ হিসেবে সদ্য নির্বাচকের পদ ছাড়া হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে।

দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করেছেন সুজন,  'না উনারা রাখছে না। দল সবই আমি করে দিয়েছি কিন্তু শেষ সময়ে আমাকে রাখে নাই আরকি। উনারা হান্নানকে নিবে।'

আবাহনীও ফেসবুকে তাদের স্বীকৃত পাতায় এই খবর দিয়েছে, 'আমাদের নতুন কোচ, আমাদের নতুন আশার আলো। স্বাগতম, হান্নান সরকার!'

কয়েকদিন আগে জাতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন হান্নান। কোচিংকে নতুন পেশা হিসেবে বেছে নেওয়ার কথা জানান তিনি। তার শুরুটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসের সফলতম ক্লাবের সঙ্গে।

দেশের ক্ষমতার পালাবদলের প্রভাবে এমনিতে বেশ আক্রান্ত আবাহনী। ৫ অগাস্টের পর ক্লাবটি হামলা ও লুটপাটের শিকার হয়। যদিও শীর্ষ স্তরের ফুটবলে শেষ পর্যন্ত চলতি মৌসুম খেলছে তারা, শীর্ষ ক্রিকেট লিগেও আবাহনী থাকছে কিছুটা নতুন আদলে।

আসছে মাস থেকে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হওয়ার কথা।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago