আইপিএলে কোহলির দলে অধিনায়কত্বে চমক

Rajat Patidar

বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার পর দায়িত্ব পেয়েছিলেন ফাফ দু প্লেসি। সাবেক এই দক্ষিণ আফ্রিকার ব্যাটারের সঙ্গে এবার আর চুক্তি বাড়ায়নি বেঙ্গালুরু, অধিনায়কত্বে ফিরছেন না কোহলিও। এই জায়গায় এই চমক দিয়েছে দলটি।

৩১ বছর বয়েসী মিডল অর্ডার ব্যাটার রজত পাতিদারকে নেতৃত্ব ভার তুলে দিয়েছে তারা। রজত আইপিএলে নিয়মিত মুখ হলেও ভারতীয় ক্রিকেটে বড় বা মাঝারি কোনও নামও নন। ভারতের হয়ে তিন টেস্ট আর এক ওয়ানডের অভিজ্ঞতা আছে কেবল তার।

বৃহস্পতিবার কর্নাটকা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে এক ইভেন্টে রজতকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে আইপিএলে এখনো শিরোপা না জেতা আরসিবি।

রজতের অবশ্য ভারতের ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার ইতিহাস আছে। চলতি মৌসুমে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে যান রজত। এই আসরে তার অধিনায়কত্বের মুন্সিয়ানা খুঁজে পেয়েছে আরসিবি কর্তৃপক্ষ।

২০২১ সালে আইপিএল অভিষেকের পর আরসিবির হয়েই খেলছেন রজত। স্পিন ও পেসের বিপক্ষে সমান পারদর্শীতা আছে তার। আরসিবির হয়ে আইপিএলে ২৭ ম্যাচ খেলে ১৫৮.৮৫ স্ট্রাইকরেটে ৭৯৯ রান করেছেন রজত। চলতি মৌসুমে বিরাট কোহলি ও ইয়াশ দয়ালের সঙ্গে ১১ কোটি রুপি পারিশ্রমিকে তাকে ধরে রাখে আরসিবি।

কোহলি একের পর এক মৌসুমে যা পারেননি, যা করতে ব্যর্থ হন দু প্লেসি। রজতের সামনে সেই শিরোপা জেতার চ্যালেঞ্জ। আসছে ২১ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন মৌসুম।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

5h ago