নিজের মধ্যে দায়িত্বশীলতার অভাব টের পাচ্ছেন তানজিদ

২৩টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে মাত্র ৩টি ফিফটি। তিন অঙ্কের ছোঁয়া এখনও মিলেনি। প্রায় প্রতি ম্যাচেই শুরুটা ভালো করার পর ইনিংস আর লম্বা করতে পারেন না তানজিদ হাসান তামিম। তার এই ব্যর্থতায় নিজের মধ্যে যে দায়িত্বশীলতার অভাব রয়েছে তা ঠিকই টের পাচ্ছেন এই ক্রিকেটার।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন তানজিদ। আগামীকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামার আগে কথা বলেন এই ক্রিকেটার। সেখানেই তিনি বলেন, 'আমি মনে করি, এখানে আমার দায়িত্বশীলতার কিছুটা অভাব রয়েছে।'

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তানজিদ দুবারই ছন্দময় শুরু করেন—২৫ এবং ২৪ রান করেন সমসংখ্যক বল খেলে। কিন্তু দুবারই ইনিংসটা বড় করতে ব্যর্থ হন। ঢাকা প্রিমিয়ার লিগে এবার তিনটি অর্ধশতক করলেও ইনিংস বড় করতে পারেননি। শুরুটা ভালো হলেও মাঝপথে থেমে যাওয়ার প্রবণতা তার ব্যাটিংয়ে এখন বড় এক চ্যালেঞ্জ।

ভালো শুরুর পরও ইনিংসগুলো বড় রানে রূপান্তর করতে না পারার দায় নিয়ে বলেন, '(ইনিংস লম্বা করতে না পারা) আসলে এমন কিছু না। মূলত দায়িত্বশীলতার বিষয়। এরকম পরিস্থিতিতে সামনেও যদি পড়ি আমার দায়িত্ববোধটা আরও বাড়ান উচিত। সেভাবে আরও কঠোর পরিশ্রম করা উচিত।'

পঞ্চপাণ্ডব খ্যাত বাংলাদেশ দলের সিনিয়রদের খেলোয়াড়দের কেউই এখন সীমিত ওভারের সংস্করণে নেই। তাই তানজিদদের মতো তরুণদেরই এখন এগিয়ে আসার সময়। তবে নিজে অবশ্য ভাবছেন ভিন্ন কিছু, 'বড় কিছু করার সময় এসেছে কিনা, আমি আসলে এভাবে চিন্তা করি না। দলের হয়ে ভালো কিছু অবদান রাখার চেষ্টা করি শুধু।'

এরপর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, 'অনেক সময় দেখবেন, সব ব্যাটসম্যানের জন্য ইনিংস শুরু করাটা একটু কঠিন। সেখানে আমি শুরুটা ভালোভাবে করতে পারছি। পরে হয়তো সেটা টেনে নিতে পারছি না। আমি মনে করি, এখানে আমার দায়িত্বশীলতার কিছুটা অভাব রয়েছে। তো আমি এখন থেকে চেষ্টা করব, ডিপিএলেও চেষ্টা করছি যাতে দায়িত্ব নিয়ে কীভাবে দলকে সাহায্য করতে পারি।' 

'আশা করি, এখান থেকে জিনিসটা নিয়ে পরবর্তীতে কাজে লাগবে। (দুই) বিশ্বকাপ থেকে অবশ্যই অনেক অভিজ্ঞতা হয়েছে। শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে খেলা। সেখানে অনেক লড়াই হয়। আশা করি, সামনে অবশ্যই এটা আমাকে সাহায্য করবে,' যোগ করেন এই ওপেনার।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

6h ago