ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট

৫৯ বলে সেঞ্চুরি করলেন তানজিদ

Tanzid Hasan Tamim
সেঞ্চুরির পথে তানজিদ হাসান তামিমের শট।

আগের দিন অনুশীলন শেষে নিজের ব্যাটিং নিয়ে অসন্তুষ্টির কথা প্রকাশ করেছিলেন তানজিদ হাসান তামিম। বলেছিলেন, 'আমার দায়িত্বশীলতার কিছুটা অভাব রয়েছে।' ঘাটতি টের পেয়েই স্ব-মহিমায় জ্বলে উঠলেন জাতীয় দলের এই তরুণ ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি করেছেন তিনি।

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৫৯ বলে ১০৩ রান করতে ৭ ছক্কা মারেন তানজিদ। তাতে তার দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতেছে ১০ উইকেটে।

আগে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসানদের তোপে স্রেফ ১২৯ রানে গুটিয়ে যায় পারটেক্স।

সহজ লক্ষ্যে সাইফ হাসানকে নিয়ে ওপেন করতে নামেন তানজিদ। তারা খেলা শেষ করে দেন মাত্র ১৮.৩ ওভারে। ওপেনিং জুটির ১৩২ রানের ১০৩ রানই এসেছে তানজিদের ব্যাটে। সহায়ক ভূমিকা রেখে সাইফ করেছেন ৫৩ বলে ২৬ রান।

লিস্ট-এ ক্রিকেটে তানজিদের এটি চতুর্থ সেঞ্চুরি। লম্বা সময় পর পেলেন এই সেঞ্চুরি। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে তানজিদ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালে। ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছিলেন ১০৬ রানের ইনিংস। গত বছর ও চলতি বছর লিগে ভালো শুরু পেলেও সেটাকে পূর্ণতা দিতে ভুগছিলেন তানজিদ। দেখছিলেন নিজের দায়িত্ব নিতে না পারার ঘাটতি। সেই জায়গা নিয়ে কাজ করেই হয়ত ডানা মেলে ধরতে পারলেন তিনি।

তানজিদের ইনিংসে বড় জয়ে ৯ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে রূপগঞ্জ, সুপার লিগ নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেছে তারা।

মিরপুরে নাসির হোসেনের প্রত্যাবর্তনের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। বল হাতে ৩১ রানে ১ উইকেট নেওয়া নাসির ব্যাট হাতে করেছেন ৯ রান।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

27m ago