কোনো ম্যাচ না খেলেই আইপিএল শেষ ফিলিপসের

ছবি: গুজরাট টাইটান্স

চোটের কারণে এবারের আইপিএল শেষ হয়ে গেছে গ্লেন ফিলিপসের। কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে গেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার। তার বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি।

শনিবার এক বিবৃতিতে ফিলিপসের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। এক বিবৃতিতে দলটি বলেছে, 'গত ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলার সময় কুঁচকিতে চোট পাওয়ার পর ফিলিপস নিউজিল্যান্ডে ফিরে গেছেন। গুজরাট তার দ্রুত আরোগ্য কামনা করছে।'

গত রোববার হায়দরাবাদে স্বাগতিকদের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে নামেন ফিলিপস। কিন্তু মাঠে বেশিক্ষণ থাকা হয়নি তার। পঞ্চম ওভার শেষে ঢোকার পর ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ফিল্ডিং করতে গিয়ে তিনি পান ব্যথা। কুঁচকিতে লাগে টান। সেই চোটে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন তিনি।

ব্যথায় কাতর ফিলিপস সেসময় একা একা মাঠ ছাড়তে পারেননি। সতীর্থদের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে যেতে হয় তাকে। তখনই আশঙ্কা করা হয়েছিল, তার চোট গুরুতর হতে পারে।

গত নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত দুইদিনব্যাপী মেগা নিলাম থেকে ফিলিপসকে ২ কোটি রুপিতে দল টানে গুজরাট। কিন্তু ২০২২ সালের চ্যাম্পিয়নরা চলতি আসরে একটি ম্যাচেও ২৮ বছর বয়সী তারকাকে রাখেনি একাদশে।

এবার মাত্র সাতজন বিদেশি খেলোয়াড়কে দলে রেখেছে গুজরাট। সেই সংখ্যা এখন নেমে এসেছে পাঁচে। গত ৩ এপ্রিল ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তিনি আর ফিরবেন কিনা তা নিশ্চিত নয়। তার পরিবর্তেও এখনও কাউকে নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

গুজরাটের স্কোয়াডে থাকা বাকি বিদেশিরা হলেন ইংল্যান্ডের জস বাটলার, আফগানিস্তানের রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ড, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ও আফগানিস্তানের করিম জানাত। এদের মধ্যে বাটলার, রশিদ ও রাদারফোর্ড সবগুলো ম্যাচে খেলেছেন।

আইপিএলের পয়েন্ট তালিকায় দুইয়ে অবস্থান করছে গুজরাট। ছয় ম্যাচে চার জয়ে তাদের অর্জন ৮ পয়েন্ট। এদিন তারা ৬ উইকেটে হেরে গেছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। তাদের ছুড়ে দেওয়া ১৮১ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে পেরিয়ে যায় স্বাগতিকরা।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

13m ago