গ্লাভস হাতে রেকর্ড, এরপর ফিনিশিং ঝলকে তেতাল্লিশেও ম্যাচ সেরা ধোনি

MS Dhoni

খেলা লখনউর মাঠে, তবে স্বাগতিক দলের পক্ষে সমর্থন প্রায় নেই বললেই চলে। পুরো গ্যালারি সয়লাব হলুদ জার্সিতে। কারণটা বোঝাও অনুমেয়। প্রতিপক্ষের মাঠও চেন্নাই সুপার কিংসের জন্য হোম ভেন্যু হয়ে উঠে তো মহেন্দ্র সিং ধোনি আছেন বলে। ৪৩ পেরিয়ে যাওয়া ধোনি স্রেফ নামের ভারে খেলছেন না। টানা পাঁচ হারের পর দলকে জেতাতে ফিনিশিং ঝলক দেখিয়ে ম্যাচ সেরাও যে তিনি।

লখনউ সুপার জায়ান্টকে সোমবার রাতে ৫ উইকেটে হারায় চেন্নাই। ১৬৭ রানের লক্ষ্য পার হয় তারা শেষ ওভারের উত্তেজনায়। যেখানে বিপদে পড়া দলকে উদ্ধার করে ১১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন ধোনি।

এদিন কিপিং গ্লাভস হাতেও ধোনি স্পর্শ করেছেন আরেকটি ইতিহাস। উইকেটের পেছনে একটি ক্যাচ ও একটি স্টাম্পিং করেন তিনি। তাতে করে আইপিএলে ২০০তম ডিসমিসাল হয়ে যায় ধোনির, যা আইপিএলের ইতিহাসে করলেন প্রথম কোন কিপার।

প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আসর শুরু করলেও টানা পাঁচ হারে বিদায়ের শঙ্কায় পড়ে চেন্নাই। নিয়মিত অধিনায়ক রতুরাজ গায়কোয়াড় চোটের কারণে ছিটকে গেলে ধোনি ফের নেন অধিনায়কত্বের ভার। টুর্নামেন্টের শুরুতে বিদ্যুৎ গতির স্টাম্পিং দিয়ে আলোচনা জারি রাখা ধোনি নিচের দিকে নেমে অল্প কিছু বলে বাউন্ডারির চেষ্টা দেখিয়ে বুঝিয়ে দেন নিজের গোধূলি বেলাতেও একদম ফেলনা নন তিনি। এবার ম্যাচ জিতিয়ে দেখালেন বুড়িয়ে যাওয়া ধোনিও ম্যাচ জেতাতে পারেন।

ম্যাচ শেষে চেন্নাইর কিংবদন্তি অধিনায়ক জানালেন এই জয় তীব্র খরার পর তাদের কাছে প্রশান্তির ঝাপটা, 'একটা ম্যাচ জেতা খুব ভালো। যখন আপনি এই ধরনের টুর্নামেন্ট খেলেন, তখন আপনি প্রতিটি খেলায় জিততে চান। দুর্ভাগ্যবশত, [আগের] ম্যাচগুলো যেকোনো কারণেই হোক আমাদের অনুকূলে যায়নি। অনেক কারণ থাকতে পারে। এই জয় পুরো দলকে আত্মবিশ্বাস দেবে। যে ক্ষেত্রগুলোতে আমরা উন্নতি করতে চাই, সেখানে উন্নতি করতে সাহায্য করবে।'

'আমরা সবাই জানতাম যে ক্রিকেটে যখন আপনার পক্ষে কিছু আসে না, তখন ঈশ্বর এটিকে খুব কঠিন করে তোলেন, এবং এটি একটি কঠিন ম্যাচ ছিল।'

Comments

The Daily Star  | English
eid-ul-azha emergency cases at pongu hospital

An Eid evening at Pongu Hospital: overflowing emergency, lingering waits

The hospital, formally known as NITOR, is a 1,000-bed tertiary medical facility that receives referral patients from all over the country

2h ago