সৌম্যর ১৫৩ রানের ঝড়

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের শেষ ধাপে উত্তেজনা চরমে। শীর্ষে থাকা আবাহনী দুই পয়েন্টের ব্যবধান ধরে রেখে এগিয়ে থাকলেও মোহামেডানও ছায়ার মোট রয়েছে ঠিক পেছনে। তবে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার খেলেছেন দুর্ধর্ষ এক ইনিংস।

বুধবার সাভারের বিকেএসপি চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সৌম্য ৯২ বলে পূর্ণ করেন তার নবম লিস্ট 'এ' সেঞ্চুরি। ডেথ ওভারে বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন তিনি। ১১২ বলে ১৫৩ রানের ইনিংসে ছিল ১৭টি চার ও ছয়টি বিশাল ছক্কা।

এর আগে রূপগঞ্জের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান ৪৩ রান করে করেন, আর আফিফ হোসেন ৪৯ রান করেন ৪৫ বলে। সব মিলিয়ে রূপগঞ্জ সংগ্রহ করে তিন উইকেটে ৩৩৩ রান। জবাবে, অগ্রণী ব্যাংক ৪৩.১ ওভারে ২৩০ রানে গুটিয়ে যায়। মার্শাল আইয়ুব করেন সর্বোচ্চ ৭৪ রান। রূপগঞ্জ জিতে যায় ১০৩ রানে।

শিরোপার দ্বৈরথ: আবাহনী বনাম মোহামেডান ফাইনাল

নিজ নিজ ম্যাচে এদিন আবাহনী এবং মোহামেডান—দুই দলই তাদের ম্যাচ জিতেছে। আবাহনী গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ রানে হারিয়েছে। আর মোহামেডান গুলশান ক্রিকেট ক্লাবকে হারায় ৫ উইকেটে। প্রতিটি দলেরই এখন বাকি আছে দুটি করে ম্যাচ। শেষ দিন মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান—যা হয়ে উঠতে যাচ্ছে এক প্রকার ফাইনাল ম্যাচ। কারণ, পয়েন্ট সমান হলে বিবেচনায় নেওয়া হবে 'হেড-টু-হেড' ফলাফল।

আবাহনীর জয় নাটকীয়ভাবে

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর হয়ে শুরুর দিকে শাহরিয়ার কমলের ৯৬, পারভেজ হোসেন ইমন ও এসএম মেহরাব হোসেনের ৪৫ রানের ইনিংস দলকে নিয়ে যায় ২৪৯ রানে। গাজীর হয়ে তরুণ লেগস্পিনার ওয়াসি সিদ্দিকী চার উইকেট নেন মাত্র ৩৮ রানে।

গাজীর ইনিংসে এনামুল হক বিজয়ের ১১৩ বলে ১০৮ রানের ইনিংস আশা জাগালেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়। ৪৭তম ওভারে রিপন মন্ডলের বলে কট বিহাইন্ড হন বিজয়। তখন দরকার ছিল ৩৩ রান, হাতে মাত্র ১ উইকেট। শেষ ওভারে ১৫ দরকার ছিল, কিন্তু মৃত্যুঞ্জয়কে লং-অফে অসাধারণ ক্যাচে ধরেন মোসাদ্দেক হোসেন। আবাহনী জিতে নেয় ম্যাচটি।

মোহামেডানও ছন্দে

বিকেএসপি তিন নম্বর মাঠে গুলশানের বিপক্ষে ৬২ রানের জয় পায় মোহামেডান। যেখানে অভিজ্ঞ মাহমুদউল্লাহ ১০৩ বলে ৭১ রান এবং অধিনায়ক তৌহিদ হৃদয় ৬২ রানে গুলশানের দেওয়া ২২৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় ২০ বল হাতে রেখে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago