বিসিবিকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্যদের নির্বাচিত করার অনুরোধ তামিমের

ছবি: সংগৃহীত

আর কয়েক মাস পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সেখানে ক্রিকেট নিয়ে যাদের মৌলিক জ্ঞান আছে, এমন যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার তাগিদ দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি জোর দিয়ে জানালেন, যারা জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করেন না, তাদের বিসিবিতে না থাকা উচিত।

শনিবার বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সেই আয়োজনে উপস্থিত ছিলেন তামিম।

একজন ক্রিকেটার হিসেবে মূলত ক্রিকেট নিয়েই ব্যক্তব্য রাখবেন জানিয়ে তামিম বলেন, 'ক্রিকেট বোর্ডে কারা আমাদের নীতি নির্ধারক? কারা আমাদের সিদ্ধান্ত দেন? কারা আমাদের প্রতিনিধিত্ব করছে? যারা বোর্ড পরিচালক, তাদের স্বপ্ন কী আমাদের নিয়ে? তাদের ক্রিকেটীয় বোঝাপড়া কী আমাদের নিয়ে? বাংলাদেশের ভালো খেলা, জেতা, ভালো না খেলা, সবকিছুর সঙ্গে এগুলো প্রতিটি জিনিস জড়িত।'

বিসিবির আগামী নির্বাচনের মাধ্যমে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থায় কাদের আসা উচিত সেই বিষয়ে নিজের ভাবনা জানান তিনি, 'আমি ছোট হয়ে একটা অনুরোধ করব যে, যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক, বিভাগ থেকে হোক... যাদের মৌলিক ক্রিকেট জ্ঞান আছে, যাদের একটা স্বপ্ন আছে যে, আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি অনুরোধ করব, তাদেরকেই নির্বাচিত করা হোক।'

যারা জেলা ও বিভাগে নিয়মিত ক্রিকেট চালু রাখতে পারেন না, এমন ব্যক্তিদের বোর্ডে দেখতে চান না তামিম, 'ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই এটা বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে, তাহলে তার বোর্ডে আসার প্রয়োজন নেই।'

আগামী অক্টোবর মাসের আগেই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। গুঞ্জন রয়েছে যে, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। এরপর মার্চ মাসে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় হার্ট অ্যাটাক করায় ৩৬ বছর বয়সী ওপেনারের ঘরোয়া ক্যারিয়ার প্রায়ও শেষের মুখে। কিছুদিন আগে তিনি জানিয়েছেন, আবার মাঠে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত তিন মাস পর নেবেন। তবে এবার নতুন অ্যাসোসিয়েশনে যোগদানের মাধ্যমে তিনি সম্ভবত ভবিষ্যতে সংগঠক হিসেবে কাজ করার ইঙ্গিত দিয়ে রাখলেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago