মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়াতেই আইপিএল ছেড়েছিলেন রাবাদা

ছবি: বিসিসিআই

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা মাদক পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন বলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে গত মাসে আচমকা দেশে ফিরে যান।

শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি বিষয়টি স্বীকার করেছেন এবং নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বিশ্ব টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা রাবাদা জানিয়েছেন, তিনি 'সাময়িক নিষেধাজ্ঞা' ভোগ করছেন। তবে নিজের মুখে এর চেয়ে বেশি কিছু তিনি বলেননি। তাছাড়া, আইপিএলের কর্তৃপক্ষ বা আইসিসি এখনও কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি।

২৯ বছর বয়সী এই খেলোয়াড় এক মাস আগে গুজরাট টাইটান্সের স্কোয়াড ছেড়ে যান। তখন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়েছিল, রাবাদাকে একটি জরুরি ব্যক্তিগত কারণে দেশে ফিরতে হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের দেওয়া এক বিবৃতিতে রাবাদা বলেছেন, 'আপনারা জানেন, ব্যক্তিগত কারণে আমি কিছুদিন আগে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরেছিলাম। এর কারণ, একটি বিনোদনমূলক মাদক ব্যবহারের ফলে মাদক পরীক্ষায় আমার প্রতিকূল ফল আসে।'

তিনি যোগ করেছেন, 'যাদেরকে আমি হতাশ করেছি, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ক্রিকেট খেলার সুযোগকে আমি কখনোই হালকাভাবে নিই না। এই সুযোগ আমার কাছে অনেক বড়, এটা আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে।'

রাবাদা ইতোমধ্যে ভারতে ফিরে এসেছেন এবং মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন, 'এই একটি কাণ্ড দিয়ে আমাকে পুরোপুরি যাচাই করা যাবে না। আমি সব সময় যা করে এসেছি, সেটাই করে যাব। কঠোর পরিশ্রম চালিয়ে যাব এবং খেলার প্রতি আবেগ ও নিষ্ঠা বজায় রাখব।'

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলার সময় রাবাদা অপরাধটি করেছিলেন। তবে তিনি পারফরম্যান্স বৃদ্ধিকারী কোনো মাদক নয়, বরং একটি বিনোদনমূলক মাদক নিয়েছিলেন।

আইপিএলের চলতি মৌসুমে গুজরাটের প্রথম দুটি ম্যাচে খেলেন রাবাদা। জোহানেসবার্গে ফেরার আগে তিনি দুটি উইকেট শিকার করেছিলেন।

আগামী মাসে লর্ডসে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে রাবাদার। প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে ওঠা প্রোটিয়ারা শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

46m ago