টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন, ডেপুটি শেখ মেহেদী

ছবি: সংগৃহীত

সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন লিটন দাস, তিনিই স্থায়ী দায়িত্ব পেতে যাচ্ছেন তা ছিলো অনুমিত। হয়েছেও তাই। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটারের। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী হাসান।

আজ রোববার অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আগামী ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে লিটনের ডেপুটি হিসেবে থাকছেন স্পিনার শেখ মেহেদী।

এর আগেও চারটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন। তার নেতৃত্বে গত বছর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয় লাভ করে টাইগাররা।

তবে বাজে ফর্মের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি লিটন। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে ফের নেতৃত্বের যাত্রা শুরু করবেন এই উইকেটরক্ষক-ব্যাটার। এরপর পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি সিরিজে নেতৃত্ব দেবেন।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
 

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

51m ago