এশিয়া কাপ ২০২৫

কোনো প্রতিপক্ষই শক্তিশালী বা দুর্বল নয় : লিটন

Litton Das
ছবি: স্টার

ক্রিকেটে এমন কিছু ম্যাচ আছে জিতলে খুব বেশি বাহবা পাওয়া যাবে না। মানে প্রত্যাশা পূরণের একটা তৃপ্তি থাকবে কেবল। কিন্তু কোনভাবে পা হড়কালে রক্ষা নেই। এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা লিটন দাসের এটা না জানার কারণ নেই। কোন প্রতিপক্ষেই তাই আলাদা করতে রাজী নন তিনি।

বৃহস্পতিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। প্রতিপক্ষ টুর্নামেন্টের কাগজে কলমে সবচেয়ে দুর্বল দল, যারা কীনা আফগানিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মূল মাঠে অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক প্রতিটি বাক্যে থাকলেন যথেষ্ট সতর্ক, কথা বললেন মেপে মেপে, 'আপনি যেকোনো অধিনায়ককে জিজ্ঞেস করলেই বলবে ক্রিকেট অনিশ্চিত খেলা। আপনাকে প্রতি ম্যাচেই সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। কোনো প্রতিপক্ষই শক্তিশালী বা দুর্বল নয়, নির্দিষ্ট দিনে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে।'

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকং বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলো, সেই ম্যাচে ছিলেন না লিটনদের কেউ। জানালেন তাদের মাথাতেও ওই নেতিবাচক পরিসংখ্যান রাখছেন না,  'এই মুহূর্তে নেতিবাচক মানসিকতা নিয়ে যাওয়ার মতো আমাদের অবস্থা নেই। সাম্প্রতিক অতীতে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। যথেষ্ট প্রস্তুত আছি এই টুর্নামেন্টের জন্য। খেলায় নামব ম্যাচ জেতার জন্য। এই ভাবনা কখনো দ্বিতীয়বার মাথায় আসবে না কার সঙ্গে খেলছি বা কী প্রতিপক্ষ। শতভাগ দিয়েই যেকোনো দলের সঙ্গে খেলতে হবে।'

সুপার ফোরে যেতে হলে বাংলাদেশকে জিতে শুরু করতে হবে তো বটেই, খেয়াল রাখতে হবে রানরেটের দিকটাও। আফগানরা হংকংকে ৯৪ রানে হারিয়ে রানরেট বাড়িয়ে নিয়েছে অনেকটা। লিটনের মাথায় জেতার বাইরে সেই চিন্তাও আছে, 'বড় ব্যবধানে জিততে পারলে তো খুবই ভালো। যেটা আফগানিস্তান করেছে, তাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা নতুন ম্যাচ খেলব, যেকোনো দলই একদিন খারাপ ক্রিকেট খেলতে পারে। তারা যদি ভালো ক্রিকেট খেলে ফেলে, সেক্ষেত্রে তখন আমাদের বড় ব্যবধানে জেতাটাও কষ্টকর হয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago