‘নিষেধাজ্ঞা’ কাটিয়ে খেলায় ফিরছেন রাবাদা

kagiso rabada

নিষিদ্ধ মাদক গ্রহণ করে নিষেধাজ্ঞায় পড়া কাগিসো রাবাদা এক মাস পর আবার খেলায় ফেরার ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর শুরুতে এসএ২০ চলাকালীন মাদক ব্যবহারের জন্য তিন মাসের নিষেধাজ্ঞায় পড়েন রাবাদা। শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে এক মাস পরই খেলায় ফেরার সুযোগ পাচ্ছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে এবার গুজরাট টাইটান্সে ছিলেন রাবাদা। কিন্তু গত মাসে আচমকা তিনি দেশে ফিরে যান। শনিবার এই তারকা জানান, 'আপনারা জানেন, ব্যক্তিগত কারণে আমি কিছুদিন আগে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরেছিলাম। এর কারণ, একটি বিনোদনমূলক মাদক ব্যবহারের ফলে মাদক পরীক্ষায় আমার নেতিবাচক ফল আসে।'

গত ২১ জানুয়ারি এসএ টি-টোয়েন্টিতে ডোপ পরীক্ষা দেন রাবাদা। ১ এপ্রিল তার নেতিবাচক ফলের খবর জানানো হয়।

এই ধরনের পদার্থের গ্রহণ করলে তিন মাসের নিষেধাজ্ঞা থাকে, কিন্তু সংশ্লিষ্ট খেলোয়াড় শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিলে সাজা এক আসে নামিয়ে আনা হয়। রাবাদার সাজাও সেভাবে কমিয়ে আনা হয়েছে। এবং তিনি এক মাসের সাজা ভোগ করে ফেলেছেন।

এর অর্থ হল বিশ্বের ডানহাতি এই পেস বোলার আবার আইপিএলে ফিরতে পারবেন এবং জুনে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়েও খেলতে পারবেন।

এবার আইপিএলে গুজরাটের হয়ে দুই ম্যাচ খেলেছেন রাবাদা। সর্বশেষ ম্যাচ ছিল ২৯ মার্চ। পয়েন্ট টেবিলে চারে থাকা গুজরাট আছে প্লে অফের লড়াইয়ে। রাবাদাকে পেলে দলটি লাভবান হবেন।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago