স্পর্শকাতর মন্তব্যে বিতর্কে জড়িয়ে ক্ষমা চাইলেন রিশাদ

Rishad Hossain

যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানে আটকে থাকার সময়টা কেমন ছিলো তা বুঝাতে ড্যারেল মিচেল, টম কারানদের নিয়ে স্পর্শকাতর মন্তব্য করেন রিশাদ হোসেন। বিতর্ক তৈরির পর নিজের ভুল বুঝতে ক্ষমা চেয়েছেন তিনি।

ভারত-পাকিস্তানের সংঘাতমত পরিস্থিতিতে পিএসএল বন্ধ হলে দেশে ফেরার আগে অনিশ্চয়তা নিয়ে পাকিস্তানে আটকে ছিলেন বিদেশি ক্রিকেটাররা। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেন।

পাকিস্তান থেকে বিশেষ ফ্লাইটে দুবাই এসে দেশে ফেরার পথে তিনি সাক্ষাতকারদের ক্রিকেট ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিকে। সেখানে তিনি বিদেশি ক্রিকেটারদের আতঙ্কিত অবস্থার স্পর্শকাতর  বিবরণ দেন, 'আসলে বিদেশি যারা ছিল, স্যাম বিলিংস বলেন, ড্যারিল মিচেল বলেন, কুসল পেরেরা, ডেভিড ভিসা এবং আমাদের (লাহোর কালান্দার্সের) টম কারান… ওরা এত আতঙ্কিত ছিল যে মনে হচ্ছিল, এখনই যেতে পারলে বাঁচে। দুবাইয়ে নামার পর ড্যারিল মিচেল বলছিল, "আমি আর কখনও পাকিস্তানে আসব না, এই পরিস্থিতিতে কখনোই না।" অনেক আতঙ্কে ছিল ওরা।'

একবার ফ্লাইট বাতিল হলে কারানের কান্নার কথাও জানান তিনি, 'এয়ারপোর্টে গিয়েছিল (কারান)। যাওয়ার পর যখন শোনে যে এয়ারপোর্ট বন্ধ, ফিরে আসার পরে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করেছিল। মনে হচ্ছিল… মানে ওকে দুই-তিন জন ধরে ইয়ে করছিল আর কী…এরকম অবস্থা ছিল।'

এই মন্তব্যের ফুটেজ ছড়িয়ে পড়লে বিতর্কের মুখে পড়েন তিনি। এরকম পরিস্থিতিতে ক্রিকেটারদের ব্যক্তিগত অবস্থা সাধারণত সম্মানের সঙ্গে দেখা হয়। রিশাদ তা বুঝতে না পেরে যে ভুল করেছিলেন সোমবার নিজের ফেসবুক পোস্টে তা পরিষ্কার করে ক্ষমা চান, 'আমার একটি মন্তব্য সম্প্রতি বিভ্রান্তি তৈরি করেছে। দুর্ভাগ্যবশত এটি মিডিয়াতে ভুলভাবে এসেছে। অনেকের ভুল ধারনা তৈরি হয়েছে।'

'আমি ভুল বোঝাবুঝির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি ড্যারিল মিচেল এবং টম কারানের কাছে নিঃশর্ত-ভাবে দুঃখ প্রকাশ করেছি। আমি আমার সতীর্থদের সম্মানের সঙ্গে দেখি।'

রিশাদ জানান পিএসএল ফের শুরু হলে তিনি সেখানে আবার খেলতে যাবেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago