টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি বাড়ল দ্বিগুণের বেশি, বাংলাদেশ কত পাচ্ছে?

আগামী মাসেই শেষ হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তার আগে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করল আইসিসি। গতবারের তুলনায় যা দ্বিগুণেরও বেশি।

আইসিসি বৃহস্পতিবার জানিয়েছে ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে ৩৬ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশের টাকার অঙ্কে ৪৩ কোটি টাকার বেশি। আগের বছর চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছিলো ১৬ লাখ মার্কিন ডলার। রানার্সআপ দল এবার পাবে ২১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার যা ২৬ কোটি টাকার বেশি। গতবছর দ্বিতীয় হওয়া ভারত পেয়েছিল ৮ লাখ মার্কিন ডলার।

টেস্টের বৈশ্বিক এই আসরে অংশ নেওয়া সবগুলো দলের জন্যই থাকছে প্রাইজমানি। সপ্তম হওয়া বাংলাদেশ দল পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা ৮ কোটি ৭৫ লাখ টাকার বেশি।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই ঘোষণা প্রসঙ্গে বলেন, 'আমরা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খুবই আকর্ষণীয় তৃতীয় চক্র দেখলাম, যেখানে প্রতিযোগিতার একেবারে শেষ দিকে এসে ফাইনালিস্টদের নির্ধারণ করা গেছে।

'এই চ্যাম্পিয়নশিপে বিভিন্ন দলের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স দেখা গেছে, যার চূড়ান্ত পরিণতিতে দুটি ব্যতিক্রমী দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 আমি নিশ্চিত যে লর্ডসের দর্শকরা এবং সারা বিশ্ব থেকে যারা খেলা দেখবেন তারা দারুণ ক্রিকেট উপভোগ করবেন। আইসিসির পক্ষ থেকে, আমি উভয় দলের খেলোয়াড়দের এই মর্যাদাপূর্ণ ম্যাচের জন্য তাদের প্রস্তুতিতে শুভকামনা জানাই।'

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago