খালেদের ৬ উইকেটের পর সোহানের সেঞ্চুরি

আগের দিনই চার উইকেট তুলে ফাইফারের সম্ভাবনা জাগিয়ে রেখেছিলেন সৈয়দ খালেদ আহমেদের। এদিন শেষ দুটি উইকেটই তুলে নিলেন এই পেসার। তাতে পুঁজিটা বড় হয়নি নিউজিল্যান্ড 'এ' দলের। এরপর বাংলাদেশ 'এ' দলের ব্যাটারদের আত্মাহুতির মিছিলে ঝড়ো এক ইনিংসে সেঞ্চুরি তুলে নিলেন নুরুল হাসান সোহান। তাতে লড়াই চালিয়ে যাচ্ছেন টাইগাররা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ 'এ' দল। এদিন ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে দলটি। এর আগে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৫৬ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশ জাতীয় দলের এক ঝাঁক খেলোয়াড়দের নিয়ে গঠিত 'এ' দলেও জাতীয় দলের প্রতিচ্ছবিই দেখা গিয়েছে ব্যাটিংয়ে। দলের প্রায় সব ব্যাটারই উইকেটে সেট হয়েছেন। কিন্তু সোহান ছাড়া ইনিংস লম্বা করতে পারেননি কেউই। এক প্রান্তে ঝড় তুলে ৮৮ বলে ১০৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক। নিজের ইনিংসটি সাজাতে মেরেছেন ১১টি চার ও ৫টি ছক্কা। তার ইনিংসে ভর করেই লিডের স্বপ্ন দেখছে দলটি।

স্বীকৃত বাকি সব ব্যাটাররা সবাই দুই অঙ্কে পৌঁছান। জাতীয় দলের তিন টপ অর্ডার ব্যাটার এনামুল হক ২৪, জাকির হাসান ১২ এবং  মাহমুদুল হাসান জয় ১৮ রান করেন। জাতীয় দলের আরেক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন ২৫ রানের ইনিংস। এছাড়া অমিত হাসান ২৫ ও জাতীয় দলের অফস্পিনার নাঈম হাসান ২০ রান করেন।

এর আগে সকালে আগের দিনের ৮ উইকেটে ২২৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে শেষ দুটি উইকেট হারিয়ে আরও ৩০ রান যোগ করে তারা। মিচেল হেই খালেদের বলে বোল্ড হওয়ার আগে খেলেন ৮১ রানের ইনিংস। ৮টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ক্রিস্তিয়ান ক্লার্কও খালেদের বলে আউট হওয়ার আগে যোগ করেন মূল্যবান ২৮ রান।

শেষ পর্যন্ত ৫৯ রানের খরচায় ৬টি উইকেট নেন খালেদ।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

3h ago