পিএসএল খেলতে যাচ্ছেন মিরাজও

Mehidy Hasan Miraz
ছবি: ফিরোজ আহমেদ

সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগের শেষ ধাপে দেখা যাবে আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও। লাহোর কালান্দার্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি আসরটি খেলতে এরইমধ্যে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন মিরাজ।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস দ্য ডেইলি স্টারকে বলেন, 'মিরাজ পিএসএল খেলার এনওসি চেয়ে আবেদন করেছেন। ' পরে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২২ থেকে ২৫ মে লাহোরের হয়ে পিএসএল খেলতে মিরাজকে এনওসি দেওয়া হয়েছে। 

বর্তমানে জাতীয় দলের টি-টোয়েন্টি সেটআপের বাইরে আছেন মিরাজ। আপাতত তার কোন ব্যস্ততাও নেই। কাজেই মিরাজকে অনাপত্তিপত্র দিতে বিসিবির কোন বাধা ছিলো না। 

চলতি বছর পিএসএলে ড্রাফট থেকে দল পান বাংলাদেশের তিন তারকা লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। চোটের কারণে লিটন কোন ম্যাচ না খেলেই ফিরে আসেন। রিশাদকে লাহোরের হয়ে পাঁচ ম্যাচে মাঠে দেখা যায়। নাহিদ খেলতে গেলেও ম্যাচ পাননি। ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে গত ৯ মে বন্ধ হয়ে যায় পিএসএল। তখন বিশেষ ব্যবস্থায় দেশে ফেরেন নাহিদ-রিশাদ। বর্তমান সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে দেশটিতে দলের সঙ্গে আছেন তারা। এবারের পিএসএলে আর তারা যোগ দিচ্ছেন না। 

কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে পিএসএলে ডাক পান সাকিব আল হাসান। লাহোরের হয়ে গত রাতেই মাঠে নেমেছেন তিনি। এবার মিরাজকেও খেলতে দেখা যাবে একই দলের হয়ে।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

34m ago