টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও দশে নেমে গেল বাংলাদেশ

ছবি: পিসিবি

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি হারার প্রভাব অনুমিতভাবে পড়ল আইসিসি র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডের পর ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণেও দশে নেমে গেল বাংলাদেশ।

শুক্রবার হালনাগাদকৃত সবশেষ র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, লিটন দাসের নেতৃত্বাধীন দল পিছিয়েছে এক ধাপ। তাদের রেটিং পয়েন্ট ২২০। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে তাদেরকে টপকে নয়ে উঠে গেছে আফগানিস্তান।

চলমান পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে খুইয়েছে বাংলাদেশ। গত বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৩৭ রানে হারের পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে ৫৭ রানে পরাস্ত হয়েছে তারা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান তোলে স্বাগতিকরা। জবাবে ফের ব্যাটিং ব্যর্থতায় ৬ বল বাকি থাকতে টাইগারদের ইনিংস থামে মাত্র ১৪৪ রানে।

এই মাসের শুরুতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নেমে যায় বাংলাদেশ দল। অর্থাৎ ক্রিকেটের সাদা বলের দুই সংস্করণেই তাদের অবস্থান এখন দশে। আর টেস্ট র‍্যাঙ্কিংয়ে তারা রয়েছে নয় নম্বরে।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামীকাল রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

মাঠের ভেতরের ক্রিকেটে যেমন বেহাল দশা বাংলাদেশের, তেমনি গত কিছুদিন ধরে মাঠের বাইরেও অস্থিতিশীল অবস্থা চলছে। চরম নাটকীয়তায় শুক্রবারই নতুন বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

Comments

The Daily Star  | English

Highest budget for education if BNP returns to power, pledges Tarique

Party's plans include repairing and improving dilapidated primary schools, he says

1h ago