ভারতের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড দলে চমক

Jamie Overton

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চমক হিসেবে প্রায় তিন বছর পর টেস্ট দলে এসেছেন অলরাউন্ডার জেমি ওভারটন। তবে চোটের কারণে তারা পাচ্ছে না গুরুত্বপূর্ণ পেসার গাস এটকিনসনকে।

পেস অলরাউন্ডার ওভারটন নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেন সেই ২০২২ সালে। এরপর লাল বলে আর বিবেচিত হচ্ছিলেন না তিনি। তার সঙ্গে ফিরেছেন জ্যাকব বেথেল, ক্রিস ওকস ও ব্রাইডন কার্স। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে তারা ছিলেন না। 

ওভারটন তার অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৯৭ রান করেছিলেন, উইকেট নিয়েছিলেন একটি। এরপর টেস্টে আর  সুযোগ পাচ্ছিলেন না। সাদা বলে অবশ্য খেলছিলেন।  সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙুলের চিড় ধরায় ছিটকে যান। গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র ৩ ম্যাচ খেলেন তিনি, এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে থাকলে তিন ম্যাচে সুযোগ পেয়ে হন ব্যর্থ। চোট, ছন্দহীনতার পরও ম্যাথু পটসের জায়গায় বোলিং অলরাউন্ডার হিসেবে তাকে বেছে নেওয়া হয়েছে অনেকটা চমক হিসেবেই।

পেসার এটকিনসন নেই হ্যামস্টিংয়ের চোটে। পরের টেস্টগুলোতে তিনি  ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।  ব্যাটিং লাইনআপে অবশ্য পরীক্ষিত সবাই আছেন। বেন স্টোকসের নেতৃত্বে সম্ভাব্য সেরাদের নিয়েই নামছে ইংল্যান্ড।

আগামী ২০ জুন লিডসে শুরু হবে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রও শুরু হবে তাতে। হেডিংলির পর দল দুটি এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টার ও ওভালে আরও চারটি টেস্ট খেলবে।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, জেমি ওভারটন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জস টং, স্যাম কুক ও শোয়েব বসির।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

5h ago