শ্রীলঙ্কায় টেস্টে ওপেনিংয়ে নামার আভাস দিলেন শান্ত

Najmul Hossain Shanto
টেস্টে আবারও ব্যাটিং পজিশন বদল করবেন শান্ত। ছবি: ফিরোজ আহমেদ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার রাখা হয়েছিলো কেবল দুজন। তখন আঁচ করা যাচ্ছিলো দলের হয়ত আছে ভিন্ন কোন ভাবনা। সফরে যাওয়ার আগে মিরপুরে অনুশীলন ম্যাচে তার উত্তর অনেকটা পরিষ্কার। কারণ সেখানে ওপেন করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে খোলাসা করে না বললেও ওপেন করতে নামারই আভাস দিলেন তিনি।

টেস্টে কেবল ৬ ইনিংস ওপেন করেন শান্ত। যাতে ১৮.৮৩ গড়ে ১১৩ রান তার, আছে একটাই ফিফটি। তিনে তিনি খেলেছেন সবচেয়ে বেশি ৪৫ ইনিংস। এই  পজিশনে ৩৩.২২ গড়ে ১৪৬২ রান করেছেন, সেঞ্চুরি আছে ৫টি, ফিফটিও তিনটি। গত কয়েক টেস্ট ধরে অবশ্য চারে নামছিলেন শান্ত। গুরুত্বপূর্ণ চার নম্বরে ৯ ইনিংস খেলে ২৩ গড়ে ৪০২ রান করেছেন ১ ফিফটিতে। এছাড়া পাঁচে চার ইনিংস ব্যাট  করে ৮০ রান আছে শান্তর।

শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। বাদ পড়েন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।

বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত নিজের ওপেন করতে নামার সম্ভাবনা উড়িয়ে না দিয়ে একটু কূটনৈতিক হতে চাইলেন, 'এটা আসলে…এখানে বলতে চাই না কারণ প্রতিপক্ষ জেনে গেলে অনেক আগে থেকে খোলাসা হয়ে যায়  (হাসি)। তবে আমি যেকোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি।  এবং আরও টপ অর্ডার ব্যাটার আছে। দেখা যাক।' 

তিনে রেকর্ড সবচেয়ে ভালো হলেও সেখান থেকে সরে গিয়ে প্রথমে চারে এবং এখন ওপেন করতে নামার চিন্তা কেন। সেটা এখনই বলতে চান না তিনি। সম্প্রতি নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বিজয়। এই জায়গায় ঘাটতি পূরণের চিন্তা থাকতে পারে।

এছাড়া এক সিরিজ পরই স্কোয়াডে ফিরেছেন কিপার ব্যাটার লিটন দাস। তিনি গত তিন বছরে টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটার। একাদশে তার ঠাঁই পাওয়া নিয়ে আপাতত সংশয় নেই। জিম্বাবুয়ের বিপক্ষে পিএসএলের কারণে ছুটি নিয়েছিলেন লিটন।  তার জায়গায় কিপার ব্যাটার হিসেবে খেলে ধারাবাহিক পারফর্ম করেছেন জাকের আলি অনিক। লিটন-জাকের দুজনকেই যাতে একাদশে রাখা যায় সেজন্য উপরের দিকে একটা জায়গা তৈরির চিন্তাও থাকতে পারে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago