লর্ডসের পাঁচ উইকেট বুমরাহর কাছে বিশেষ

Jasprit Bumrah

পাঁচ উইকেট পাওয়া জাসপ্রিত বুমরাহর জন্য এখন হরহামেশা ব্যাপার। খেলতে নামলেই তা পাচ্ছেন। হেডিংলিতে প্রথম টেস্টে পেয়েছিলেন ফাইফার, এজবাস্টনে পরের টেস্টে তাকে রাখা হয় বিশ্রামে। লর্ডসে ফিরেই আবার নিলেন পাঁচ উইকেট, ক্যারিয়ারে ১৫তম বারের মতন। তবে আর সব ফাইফারের চেয়ে এবারেরটা একটু আলাদা, বিশেষ। কারণ এবার যে তা নিলেন ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে।

ইংল্যান্ডের প্রথম ইনিংস গুঁড়িয়ে দিতে ২৭ ওভার বল করে ৭৪ রানে ৫ উইকেট নেন বুমরাহ। তাতে প্রথমবার নাম উঠে লর্ডসের অনার্স বোর্ডে। আগের ইংল্যান্ড সফরে লর্ডসে খেললেও সেবার পাঁচ উইকেট নেওয়া হয়নি তার।

ম্যাচ শেষে ডানহাতি পেসার গণমাধ্যমকে প্রতিক্রিয়ায় বললেন, 'এটা সত্যিই বিশেষ, আমরা এখানে (লর্ডসে) খুব বেশি আসি না, সম্ভবত প্রতি চার বছর পর একবার আসি।'

ক্যারিয়ারে লর্ডসে খুব বেশি টেস্ট খেলার সুযোগ হয় না ইংল্যান্ডের বাইরের কারো। কম সুযোগ কাজে লাগিয়ে অনার্স বোর্ডে নাম তুলতে পারায় রোমাঞ্চিত তিনি, 'আপনি কখনোই জানেন না এখানে আপনি কতগুলি ম্যাচ খেলার সুযোগ পাবেন। ছোটবেলায়, আপনি এখানে অনেক টেস্ট ক্রিকেট খেলতে দেখেন। অনার্স বোর্ডে থাকাটা ভালো অনুভূতি দেয়। লর্ডসে খেলতে পেরে আমি রোমাঞ্চিত ছিলাম।'

ইংল্যান্ড ৩৮৭ রান করার পর ৩ উইকেযতে ১৪৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। সিরিজে ১-১ সমতায় থাকায় দুই দলেরই এগিয়ে থাকার সুযোগ।

আগের টেস্টে বুমরাহকে ছাড়াই জিতেছিলো ভারত। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই সিরিজে পাঁচ টেস্টের মধ্যে সর্বোচ্চ তিনটা খেলার কথা বুমরাহর। তবে বিশ্বের এক নম্বর পেসার জানালেন স্রেফ বিশ্রাম নয়, এজবাস্টনে না খেললেও অনুশীলের মধ্যে ছিলেন তিনি,  'আমি এজবাস্টনে অনুশীলন করছিলাম, শুধু বসে ছিলাম না। আমি খুব কঠোর অনুশীলন করছিলাম কারণ আমি জানতাম আমাকে প্রস্তুত হতে হবে।'

'শরীর ভালো আছে, এটা একটা ভালো বিশ্রাম ছিল। আমি কিছুটা সময় পেয়েছি সতেজ হওয়ার জন্য। আমি জানতাম না আবহাওয়া এত গরম হবে, তাই এটা ভালোই হয়েছে। আমি এখন অনেক সতেজ।'

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

2h ago