পাকিস্তান সিরিজেও একই দল নিয়ে খেলবে বাংলাদেশ

সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে টড়ি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। যা শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়। সফল এই সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের জন্যও পূর্বাভাস অনুযায়ী অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২০ জুলাই থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচে এই টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় করে আজই ঢাকায় ফিরেছে টাইগাররা।

শ্রীলঙ্কায় ভালো করতে না পারলেও ব্যাকআপ ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সবশেষ সিরিজেই দলে এসেছিলেন তারা। আসন্ন এশিয়া কাপসহ বড় আসরগুলো সামনে রেখে স্থিতিশীলতা এবং ভারসাম্য ধরে রাখার লক্ষ্যেই টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, তিন ফরম্যাটে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত, যিনি শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না, তাকেও এই সিরিজে রাখা হয়নি। একইসঙ্গে ডাকা হয়নি ওপেনার সৌম্য সরকারকেও।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকির আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

5h ago