‘সেঞ্চুরি’র যে তেতো অভিজ্ঞতা আগে হয়নি বুমরাহর

ছবি: এএফপি

সাত বছরের টেস্ট ক্যারিয়ারে নতুন একটি অভিজ্ঞতা হলো ভারতের তারকা বোলার জাসপ্রিত বুমরাহর। তবে সেটা বেশ রকমের তেতো! এই সংস্করণে প্রথমবার কোনো ইনিংসে একশ বা এর চেয়ে বেশি রান খরচ করলেন তিনি।

শনিবার ম্যানচেস্টার টেস্টের চতুর্থ দিনে বুমরাহ পূরণ করেন বল হাতে রান দেওয়ার 'সেঞ্চুরি'। ইংল্যান্ডের প্রথম ইনিংসে মোট ৩৫ ওভার হাত ঘোরান ডানহাতি পেসার। পাঁচটি মেডেন নিলেও ২ উইকেট শিকার করতে দেন ১১২ রান।

টেস্টে ৩১ বছর বয়সী বুমরাহর সবচেয়ে খরুচে বোলিংয়ের আগের নজিরটি ছিল গত বছরের ডিসেম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৯৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট।

সফরকারী বোলারদের নাকানিচোবানি খাইয়ে ৬৬৯ রান তুলেছে ইংল্যান্ড। সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট ও অধিনায়ক বেন স্টোকস। ফিফটি পেয়েছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট ও অলি পোপ।

স্বাগতিকদের রানবন্যায় বাঁধ দিতে পারেনি ভারতীয় বোলিং আক্রমণ। বুমরাহর পাশাপাশি রান খরচের 'সেঞ্চুরি' করেছেন পেসার মোহাম্মদ সিরাজ, বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর।

ক্রিকেটের অভিজাত সংস্করণে কোনো ইনিংসে ভারতের চার বোলারের একশ বা এর চেয়ে বেশি রান দেওয়ার ২৫তম ঘটনা এটি। সবশেষটি ছিল ২০১৫ সালের জানুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে।

ওল্ড ট্র্যাফোর্ডে চলমান চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছিল ৩৫৮ রানে। ফলে ইংল্যান্ডের মিলেছে ৩১১ রানের বিশাল লিড। পাঁচ টেস্টের অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে তারা।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

1h ago