পাকিস্তান ইস্যুতে দ্বিচারিতার জন্য বিসিসিআইকে তুলোধুনো আজহারউদ্দিনের

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন একহাত নিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হওয়া বোর্ডের সিদ্ধান্তকে দ্বিচারিতা বলে আখ্যা দিয়েছেন তিনি। যে বোর্ড দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বারবার অস্বীকৃতি জানিয়ে আসছে, সেই বোর্ডই এখন আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হতে ঠিকই রাজি হচ্ছে।

চলতি বছরে বিসিসিআই এশিয়া কাপে অংশ নেবে কি না, তা নিয়ে গুঞ্জন উঠেছিল। এমনকি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার ভেন্যু পরিবর্তনের জন্যও চাপ দিয়েছিল বিসিসিআই। ভেন্যু পরিবর্তন না হওয়ায় শুরুতে প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয় তারা। তবে শেষ পর্যন্ত ভার্চুয়ালি সভায় অংশ নেয় বোর্ড।

সভা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই এসিসি ঘোষণা দেয়, আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে, আয়োজক দেশ ভারত হলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে।

তবে বিসিসিআই শুধু অংশগ্রহণেই রাজি হয়নি, বরং গ্রুপ 'এ'-তে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে রাখতেও কোনো আপত্তি করেনি। সবকিছু ঠিক থাকলে গ্রুপপর্বে মুখোমুখি হওয়ার পর সুপার ফোরে আবারও দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এমনকি উভয় দল ফাইনালে উঠলে তৃতীয়বারের মতোও মুখোমুখি হবে তারা।

আজহারউদ্দিন সরাসরি ভারত-পাকিস্তান ম্যাচের বিরোধিতা না করলেও বিসিসিআইয়ের এই দ্বিমুখী অবস্থানে বিস্ময় প্রকাশ করেছেন। তার মতে, দ্বিপাক্ষিক ম্যাচ না হলে আন্তর্জাতিক টুর্নামেন্টেও মুখোমুখি হওয়া অনুচিত।

ভারতীয় গণমাধ্যমকে আজহার বলেন, 'আমি সবসময় বলে এসেছি, ভারত-পাকিস্তানের মধ্যে যা কিছু হওয়ার, সবই হওয়া উচিত। আর যদি না হয়, তাহলে কিছুই হওয়া উচিত নয়। যদি আপনি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না চান, তাহলে আন্তর্জাতিক টুর্নামেন্টেও খেলা উচিত নয়। এটাই আমার বিশ্বাস। তবে শেষ কথা যেটা সরকার ও বোর্ড ঠিক করবে, সেটাই হবে।'

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে বহু প্রতীক্ষিত গ্রুপপর্বের লড়াইটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

5h ago