আত্মহত্যার কথাও ভেবেছিলেন চাহাল

সামাজিক মাধ্যমে চিরচেনা হাসিমুখ, মাঠে মজার কাণ্ডকারখানার জন্য পরিচিত যুজবেন্দ্র চাহালের জীবনে এতটা অন্ধকার জমে ছিল, তা কল্পনাও করতে পারেননি ভক্তরা। ভারতের অভিজ্ঞ লেগ-স্পিনার সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের গোপন যন্ত্রণার পর্দা সরিয়ে জানালেন, বিচ্ছেদের যন্ত্রণায় তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন।

বৃহস্পতিবার ইউটিউবার রাজ শামানির এক সাক্ষাৎকারে চাহাল খোলামেলা বলেন তার ও ধনশ্রী ভার্মার পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক, বিচ্ছেদের কারণ এবং সেই সময় মানসিকভাবে ভেঙে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও, মাত্র তিন বছরের মাথায় সম্পর্কের ফাটল দিনে দিনে বিস্তৃত হতে থাকে।

চাহাল বলেন, বিচ্ছেদ আসলে ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, তবে তাঁরা ইচ্ছাকৃতভাবে তা গোপন রেখেছিলেন হয়তো আবার সবকিছু ঠিক হয়ে যাবে এই আশায়। তবে একসময় সম্পর্কের রঙ ফিকে হয়ে যায়, এবং আবেগগত দূরত্ব তাদের একে অপরের থেকে আরও দূরে ঠেলে দেয়।

এই সময়টাতে চাহালকে সোশ্যাল মিডিয়ায় 'চিটার' বলেও সমালোচিত হতে হয়। অথচ তার নিজের কথায়, 'বিচ্ছেদের পর অনেকে আমাকে 'চিটার' বলেছিল। আমি জীবনে কখনো কাউকে প্রতারণা করিনি। আমি সে ধরনের মানুষই নই। আমি আমার আপনজনদের জন্য সবসময় মন থেকে ভাবি। কখনো কিছু দাবি করি না, বরং দিয়ে যাই।'

নিজের মানসিক স্বাস্থ্যের দিকটিও খোলাসা করেন চাহাল। এ সময়ের চাপ তাঁকে তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয়। এমনকি আত্মহত্যার চিন্তাও ঘিরে ধরেছিল তাকে, 'আমি আত্মহত্যার চিন্তা করতাম। জীবনের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিলাম। প্রতিদিন ২ ঘণ্টা করে কাঁদতাম। রাতে মাত্র ২ ঘণ্টা ঘুম হত। ৪০-৪৫ দিন এমন চলেছে। তখন ক্রিকেট থেকে একটা বিরতি চেয়েছিলাম। খেলায় মন বসছিল না। বন্ধুকে আত্মহত্যার কথা বলতাম, খুব ভয় পেতাম।'

Comments

The Daily Star  | English

Several dead in explosion at Swiss ski resort town

Explosion took place in a bar called Le Constellation, which is popular with tourists, as revellers rang in the new year

12m ago