'বাংলাদেশ আগেও অনেক দলের কাছে হেরেছে, এটা নতুন কিছু নয়'

টি–টোয়েন্টিতে বাংলাদেশ দলকে ঘিরে অনিশ্চয়তার আবহ চিরচেনা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে টানা দুটি সিরিজ জিতলেও এখনো এই ফরম্যাটে ধারাবাহিকতার মাটি শক্ত করে দাঁড়াতে পারেনি টাইগাররা। এরই মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের নতুন চ্যালেঞ্জ। কাগজে–কলমে প্রতিপক্ষ দুর্বল বলেই ধরে নেওয়া যায়, কিন্তু বাস্তবে তাদের হালকাভাবে দেখার সুযোগ নেই বলেই জানালেন অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ অতীতেও বহুবার এমন মানের দলের কাছে হেরে হতাশ হয়েছে। চলতি বছরেই আরব আমিরাতে এমন এক ধাক্কা খেয়েছে তারা। সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে অধিনায়ক লিটন দাস জানালেন, জয়–পরাজয়ের হিসাব নয়, বরং গুরুত্ব দিচ্ছেন কেমন ক্রিকেট খেলতে পারছে দলটি।

লিটন বলেন, 'বাংলাদেশ আগেও অনেক দলের কাছে হেরেছে, এটা নতুন কিছু নয়। যদি হেরেও যাই, হারতেই পারি। দুইটা দল খেলতে এসেছে, একটা জিতবে, একটা হারবে। আসল বিষয় হলো আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি।'

প্রতিপক্ষকে হালকা করে দেখার প্রবণতা যে ক্ষতিকর, তা ভালোভাবেই জানেন লিটন। তাই ছোট দল বলে কাউকে দেখতে নারাজ তিনি। যেমন বলেছেন, 'ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। আমরা সবসময় জেতার জন্য খেলি। এবারও জেতার লক্ষ্য নিয়েই নামব।'

অধিনায়কের এই সতর্কবার্তায় পরিষ্কার, বাংলাদেশ দল প্রতিপক্ষের শক্তি–দুর্বলতা নয়, বরং নিজেদের পারফরম্যান্সে ফোকাস রাখছে। তবে এই সিরিজ ঘিরে কৌতূহলের কেন্দ্র অন্য জায়গায়ও আছে। প্রথমবারের মতো দলের সঙ্গে কাজ করেছেন নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তার তত্ত্বাবধানে ব্যাটসম্যানরা আদৌ কতটা ভিন্নতা আনতে পারবে, তা দেখার অপেক্ষায় আছেন সবাই।

লিটন অবশ্য মনে করিয়ে দিয়েছেন, রাতারাতি কোনো বদল সম্ভব নয়, 'দুই-তিন দিনের সেশনে বড় উন্নতি সম্ভব নয়। আমরা যারা এতদিন ধরে খেলছি, তাদের একটা নিজস্ব প্যাটার্ন আছে। তবে কোচের কিছু নতুন ভাবনা এসেছে, যেগুলো নিয়ে আমরা কাজ করেছি। দেখা যাক, নেদারল্যান্ডস সিরিজ দিয়েই বোঝা যাবে আমরা কতটা এগিয়েছি।'

শেষ কয়েক মাসের বিরতির সময় বাংলাদেশ দল ফিটনেস এবং স্কিল উন্নয়নে বিশেষ জোর দিয়েছে। পাকিস্তান সিরিজ থেকেই এই ফোকাস নিয়ে এগোচ্ছে দল। লিটনের বিশ্বাস, এই ধারাবাহিক প্রস্তুতিই এশিয়া কাপের আগে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তার মতে, 'আমাদের প্রিপারেশন খুব ভালো হয়েছে। এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রস্তুতি খুব কমই পাওয়া যায়। ব্রেকের পর থেকে আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি।'

সবমিলিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য শুধু জয়–পরাজয়ের লড়াই নয়। বরং এখানে বড় পরীক্ষা হবে দলের খেলার ধরণ, মানসিকতা আর নতুন কোচের চিন্তাধারা মাঠে কতটা কাজে লাগাতে পারে তা দেখা।

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

30m ago