দল নির্বাচনে অধিনায়কের সঙ্গে মতের মিল নাও হতে পারে: লিপু

আয়ারল্যান্ড সিরিজের মাঝেই অধিনায়ক লিটন দাসের মন্তব্যকে ঘিরে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে ক্রিকেট অঙ্গনে। এমন পরিস্থিতিতে স্পষ্ট ব্যাখ্যা দিলেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানালেন, সিলেকশন কমিটি দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে অধিনায়ক বা কোচের অনুমতির বাধ্যবাধকতায় পড়ে না, মতানৈক্য থাকা স্বাভাবিক এবং গ্রহণযোগ্য।

আইরিশদের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণার বিষয়ে কথা বলতে গিয়ে লিপু বলেন, আসলে এখন মূল মনোযোগ থাকা উচিত মাঠের লড়াইয়ে। কিন্তু লিটনের সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি স্পষ্ট করা প্রয়োজন বলে তিনি মনে করেছেন।

প্রধান নির্বাচকের ভাষ্য অনুযায়ী, দল ঘোষণার আগে অধিনায়ক ও কোচের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক হয়েছিল। আলোচনায় লিটন দাস স্পষ্টই জানান, শামিম হোসেন পাটোয়ারীকে তিনি দলে দেখতে চান। একই পছন্দ ছিল প্রধান কোচেরও। তবুও নির্বাচকদের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তে শামিম জায়গা পাননি।

এক ভিডিও বার্তায় লিপু বলেন, 'এক্ষেত্রে তার (লিটন) সুস্পষ্ট মতামত আমরা পেয়ে যাই... এবং হেড কোচও চান যে সাম্প্রতিক যে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ব্যাটিং লাইন আপটা খেলেছে তাদের সবাইকে দলে দেখতে চান। আমি এবং হাসিবুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই। সেই সিদ্ধান্তের আলোকে শামিম হোসেন পাটোয়ারী দলে সুযোগ পায় না।'

লিপু জানান, দল ঘোষণার পর লিটন তাকে ফোন করেন এবং শামিম বাদ পড়ায় অসন্তোষ প্রকাশ করেন। সে সময়ে তিনি অধিনায়ককে জানান, 'সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহাবস্থানে নাও থাকতে পারে কোন খেলোয়াড়ের ব্যাপারে এবং সেখানে কোন অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা বোর্ডের কাছে দায়বদ্ধ।'

প্রধান নির্বাচক আরও বলেন, বোর্ডের অনুমোদন নিয়েই প্রথম দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। পরের ম্যাচে প্রয়োজন হলে পরিবর্তনের সুযোগ রয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে পারলে, তৃতীয় ম্যাচে দলে বদলের সুযোগ রাখাই তাদের পরিকল্পনা।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago