ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে দুই দলই। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ তৈরি হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। সেই ম্যাচে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। কারণ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদশ সময় বেলা ২টায়।

সিরিজ নির্ধারণী ম্যাচে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরে একাদশেও জায়গা করে নিয়েছেন শামিম হোসেন পাটোয়ারি। তার সঙ্গে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম ও লেগ-স্পিনার রিশাদ হোসেনও। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। 

তিনটি পরিবর্তন আছে আইরিশদের একাদশেও। একাদশে ফিরেছেন কার্টিস ক্যাম্ফার, ক্রেগ ইয়ং ও বেন হোয়াইট। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন বেন কালিটজ, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল।

বাংলাদেশের একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ডের একাদশ: 

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেগ ইয়ং, ম্যাথু হামফ্রেস ও বেন হোয়াইট।

Comments