দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আগের ম্যাচের মতো এদিনও আগে বোলিংয়ের সিদ্ধান্ত বেছে নিলেন অধিনায়ক। অর্থাৎ আগে ব্যাটিং করবে সফরকারীরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাচদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

এদিন একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব, যিনি ব্যাটিংও ভালো করতে পারেন। এছাড়া লেগ-স্পিনার রিশাদ হোসেনর জায়গায় খেলবেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

অন্যদিকে একটি পরিবর্তন এসেছে নেদারল্যান্ডসের একাদশেও। বাংলাদেশ বাঁহাতি স্পিনার একাদশে নিলেও সফরকারীরা বাদ দিয়েছে বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলকে। তার জায়গায় ঢুকেছেন ডান হাতি ব্যাটার সিকান্দার জুলফিকার।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ডাচদের ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ফলে এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।    

বাংলাদেশের একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডসের একাদশ:

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, নোয়াহ ক্রোস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ ও ড্যানিয়েল ডোরাম।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago