পাক-ভারত লড়াইয়ে 'নিয়ন্ত্রিত আগ্রাসনের' প্রতিশ্রুতি দুই অধিনায়কের

এশিয়া কাপে রোববার দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দীর্ঘ বিরতির পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে আগেই সুর নরম করেছেন দুই দলের অধিনায়ক -ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সালমান আলী আঘা। প্রতিশ্রুতি দিয়েছেন, মাঠে আগ্রাসন থাকলেও সেটি হবে নিয়ন্ত্রিত।
এশিয়া কাপের এই ম্যাচটিই দুই দেশের মে মাসের সীমান্ত-সংঘাতের পর প্রথম ক্রিকেটীয় সাক্ষাৎ। এ বছর সীমান্তে প্রাণঘাতী সামরিক অভিযান চালায় ভারত-পাকিস্তান উভয়ই। পূর্ণাঙ্গ যুদ্ধের পথে না গেলেও দুই দেশের মধ্যে তিক্ততা এখনো প্রবল। দ্বিপাক্ষিক সিরিজ তো অনেক বছর থেকেই বন্ধ; কেবলমাত্র নিরপেক্ষ ভেন্যুতে আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই মুখোমুখি হয় প্রতিবেশী দুই দেশ।
দুবাইয়ে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আঘা বলেন, 'যদি কেউ মাঠে আগ্রাসী হতে চায়, সেটা স্বাগত। বিশেষ করে ফাস্ট বোলারদের তো আগ্রাসী না হয়ে উপায় নেই। তবে আমার দিক থেকে কোনো বাড়তি নির্দেশনা নেই। শুধু চাই সবাই যেন পা মাটিতে রাখে।'
ভারতীয় অধিনায়ক সূর্যকুমারও একই সুরে কথা বলেন, 'মাঠে সবসময়ই আগ্রাসন থাকবে। আগ্রাসন ছাড়া ক্রিকেট খেলা যায় না। তবে সেটা নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হবে।'
ভারত-পাকিস্তানের সর্বশেষ দেখা হয়েছিল এ বছরের ফেব্রুয়ারিতে, দুবাইতেই। তখন ৫০ ওভারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত জিতেছিল এবং শেষ পর্যন্ত শিরোপাও জেতে তারা।
রেকর্ডের বিচারে ভারত আটবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী। পাকিস্তান জিতেছে দুইবার। গ্রুপ 'এ'-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
বুধবার নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামবে ভারত। অন্যদিকে পাকিস্তান শুক্রবার ওমানের মুখোমুখি হবে, দুটো ম্যাচই হবে দুবাইয়ে।
Comments